চলতি ভিজায় হাজারে ট্রফিতে ৫ সেঞ্চুরিতে রানের বন্যা বইয়ে দেওয়া ব্যাটসম্যানকে দলে না নেওয়ার ব্যাখ্যা দিলেন ভারতের প্রধান নির্বাচক আজিত আগারকার।
Published : 18 Jan 2025, 06:47 PM
টানা চারটিসহ সাত ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করেন যে ব্যাটসম্যান, যার ব্যাটিং গড় ৭৫২, তেমন একজনকে নিয়ে তুমুল আলোচনা হওয়াটা স্বাভাবিক। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল নির্বাচনের সময় দুর্দান্ত ফর্মে থাকা কারুন নায়ারকে নিয়ে আলোচনা করেছেন ভারতের নির্বাচকরাও। তবে শেষ পর্যন্ত ভারতীয় দলে জায়গা পাননি ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান। এর ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক আজিত আগারকার।
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শনিবার ১৫ সদস্যের দল দিয়েছে ভারত। দলে জায়গা না পাওয়া উল্লেখযোগ্য ক্রিকেটারদের একজন কারুন।
ভারতের ঘরোয়া একদিনের ম্যাচের প্রতিযোগিতা ভিজায় হাজারে ট্রফির চলতি আসরে অবিশ্বাস্য ফর্মে আছেন তিনি। বিদার্ভার অধিনায়ক সেমি-ফাইনাল পর্যন্ত ৭ ইনিংসে করেছেন ৭৫২ রান। ৭ ইনিংসের ৬টিতেই অপরাজিত থাকায় ব্যাটিং গড় চোখ কপালে তোলার মতো, ৭৫২! আর স্ট্রাইক রেট ১২৫.৯৬।
তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে টানা চারটিসহ পাঁচটি সেঞ্চুরি করেন তিনি প্রথম ৬ ইনিংসের মধ্যে। পরের ইনিংসে সেমি-ফাইনালে অপরাজিত ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে তোলেন ফাইনালে।
কিংবদন্তি সাচিন টেন্ডুলকার থেকে শুরু করে সাবেক অনেক ক্রিকেটার সামাজিক মাধ্যমে স্তুতির জোয়ারে ভাসান কারুনকে। তাকে জাতীয় দলে ফেরানোর ডাকও ওঠে জোরেসোরে। আপাতত তা হয়নি।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠল তার দলে জায়গা না পাওয়া নিয়ে। প্রধান নির্বাচক আগারকার বললেন, এই মুহূর্তে কারুনকে দলে জায়গা দেওয়া কঠিন।
“কারুন নায়ারকে নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ৭৫০ এর বেশি ব্যাটিং গড় বিশেষ কিছু, কিন্তু আমরা ১৫ সদস্যের দলে সবাইকে জায়গা দিতে পারব না। এই দলে সবাইকে জায়গা দেওয়া কঠিন।”
কারুনের জন্য অবশ্য দরজাও খোলা রাখলেন সাবেক পেসার আগারকার।
“যদি কেউ চোটে পড়ে, তাহলে তাকে (কারুন) নিয়ে আলোচনা হতে পারে।”
ভারতের হয়ে ৬ টেস্ট ও ২ ওয়ানডে খেলেছেন কারুন। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করেন তিনি; কিন্তু পরের টেস্টে তাকে বাদ পড়তে হয়েছিল চোট কাটিয়ে আজিঙ্কা রাহানে ফেরার কারণে। সবশেষ তিনি জাতীয় দলের জার্সিতে খেলেছেন ২০১৭ সালের মার্চে, টেস্টে। দুটি ওয়ানডে খেলেছেন ২০১৬ সালের জুনে।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পাওয়া আরেক উল্লেখযোগ্য নাম পেসার মোহাম্মদ সিরাজ। তিন বিশেষজ্ঞ পেসার হিসেবে দলে আছেন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও আর্শদিপ সিং। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে পিঠে চোট পাওয়া বুমরাহ এখনও পুরোপুরি ফিট নন। তার ‘কাভার’ হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে থাকবেন হার্শিত রানা।
৪৪টি ওয়ানডে খেলা সিরাজের বাদ পড়ার ব্যাখ্যা দিলেন অধিনায়ক রোহিত শার্মা।
“আমরা কেবল তিন জন পেসার চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত সে (সিরাজ) বাদ পড়েছে। নতুন বলে বোলিং না করলে সিরাজের কার্যকারিতা কমে যায়। কিছু করার ছিল না, আমরা নির্দিষ্ট ভূমিকার জন্য ছেলেদের চেয়েছিলাম। আমরা এমন ছেলেদের চেয়েছিলাম, যারা নতুন বলে বোলিং করতে পারে এবং মাঝের ওভারগুলোতে ও শেষ দিকে কার্যকর হতে পারে।”