ভারতীয় ক্রিকেট
নিলামের আগে ধরে রাখা পেসার মহসিন খানের বদলি হিসেবে তাকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।
Published : 23 Mar 2025, 03:36 PM
নিলামে দল না পাওয়া শার্দুল ঠাকুরের এবারের আইপিএলে খেলার দুয়ার খুলেছে। দুই কোটি রুপিতে মহসিন খানের বদলি হিসেবে এই পেসারকে দলে যোগ করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
২৬ বছর বয়সী বাঁহাতি পেসার মহসিনকে গত নভেম্বরের মেগা নিলামের আগে চার কোটি রুপিতে ধরে রাখে লক্ষ্ণৌ। পরের মাসেই বিজায় হাজারে ট্রফিতে গুরুতর চোট পান তিনি। তার বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে।
এখনও সেই এসিএল চোট থেকে সেরে ওঠেননি মহসিন। তাই আইপিএলের চলমান আসরে তাকে পাবে না লাক্ষ্ণৌ। তবে দলটির সঙ্গেই আছেন তিনি।
নিলামে অবিক্রিত থাকলেও শার্দুল ও শিভাম মাভি লাক্ষ্ণৌয়ের প্রস্তুতি ক্যাম্পের শুরু থেকে আছেন। মহসিনের বদলি হিসেবে তাদের দুইজন থেকে শার্দুলকে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এখন পর্যন্ত আইপিএলে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯৫ ম্যাচ খেলেছেন শার্দুল। ৩৩ বছর বয়সী পেসার ওভারপ্রতি ৯.২২ রান দিয়ে নিয়েছেন ৯৪ উইকেট।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে সোমবার শুরু এবারের আইপিএলে লাক্ষ্ণৌয়ের পথচলা।