বোর্ডার-গাভাস্কার ট্রফি
দুইজনের নামের পাশে যুক্ত হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট, সঙ্গে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে ভারতীয় পেসারকে।
Published : 09 Dec 2024, 07:14 PM
ছক্কা হজমের পরের বলেই ট্রাভিস হেডকে বোল্ড করে মোহাম্মদ সিরাজের বুনো উল্লাস এবং সমালোচিত ঘটনার শুরু; অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে হাত উঁচিয়ে সিরাজ ড্রেসিং রুমের পথ দেখানোর পর দুইজনে জড়ান বাকবিতণ্ডায়। অ্যাডিলেইড টেস্ট চলাকালে এমন আচরণের জন্য দুই ক্রিকেটারকেই শাস্তি দিয়েছে আইসিসি।
আচরণবিধি ভাঙার দায়ে হেড ও সিরাজের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত হওয়ার কথা সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে আইসিসি। ভারতীয় পেসারকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানাও করা হয়েছে।
নিজেদের ভুলের কথা স্বীকার করে নিয়ে ম্যাচ রেফারি রাঞ্জান মাদুগালের দেওয়া শাস্তি মেনে নেন তারা। তাতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
কাণ্ডটি ঘটে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৮২তম ওভারে। সিরাজকে ছক্কায় উড়িয়ে ১৪০ রানে পৌঁছে যান হেড। পরের ডেলিভারি ইয়র্কার করার চেষ্টায় খানিকটা ব্যর্থ হন সিরাজ। তবে তাতেই ধরা দেয় সাফল্য। লো ফুলটস বলটি ব্যাটেই লাগাতে পারেননি হেড, বোল্ড। বিদায় নেন ১৪১ বলে ১৪০ রান করে।
হেডকে ফিরিয়ে উল্লাসে মেতে ওঠেন সিরাজ। হেডকে ‘সেন্ড অফ’ দেখান তিনি। ওই সময় তাকে কিছু একটা বলেন হেডও। তাদের কথার লড়াই স্টাম্প মাইকে শোনা যায়নি। তবে আম্পায়ারদের চোখ এড়ায়নি দুইজনের আচরণ।
দিবা-রাত্রির ম্যাচটি ১০ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। সিরিজের পরের টেস্ট ব্রিজবেনে, শুরু আগামী শনিবার।