ভারত অনূর্ধ্ব-১৯ 'বি’ দলকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
Published : 15 Nov 2023, 08:16 PM
রান তাড়ায় শুরুতেই ড্রেসিং রুমের পথ ধরলেন জিসান আলম। তাতে প্রথম ম্যাচের মতো ব্যাটিং ধসের শঙ্কা জেগে উঠল। হাল ধরলেন আশিকুর রহমান ও চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। সেঞ্চুরি করলেন আশিকুর, রিজওয়ান খেললেন আশি ছোঁয়া ইনিংস। দুজনের নৈপুণ্যে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল পেল অনায়াস জয়।
ভিজয়ওয়ারার মুলাপাড়ুতে চার দলের যুব ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ 'বি' দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ২৪৩ রান ৩৭ বল হাতে রেখেই টপকে গেছে আহরার আমিনের নেতৃত্বাধীন দল।
প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় পরাজয়ে শূন্য রানে আউট হন আশিকুর। রিজওয়ান সেদিন করেন স্রেফ ১ রান। ওই ব্যর্থতা ঝেরে এবার দুজনের ব্যাটেই এলো ঘুরে দাঁড়ানো জয়।
১৩১ বলে ১৩৫ রানের ইনিংস খেলেন কিপার-ব্যাটসম্যান আশিকুর। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। রিজওয়ান ৪ চার ও ২ ছক্কায় ১০৯ বলে ৮৫ রান করে অপরাজিত থাকেন।
২৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ ওভারে ফিরে যান জিসান। তবে ওই ধাক্কা সামলে নেন আশিকুর ও রিজওয়ান। দ্বিতীয় উইকেটে দুজন গড়েন ২০২ রানের জুটি।
জয়ের জন্য ২৪ রান বাকি থাকতে ক্যাচ আউট হন ১২ চার ও ৫ ছক্কায় শতক হাঁকানো আশিকুর। এরপর আরিফুল ইসলাম খালি হাতে ফিরলেও আহরারকে নিয়ে ম্যাচ শেষ করেন রিজওয়ান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতীয় দলকে দারুণ শুরু এনে দেন রুদ্র প্যাটেল ও ভৈভব সুরিয়াভানশি। উদ্বোধনী জুটিতে ১১৭ বলে দুজন যোগ করেন ১২২ রান।
সুরিয়াভানশি ৭৫ ও রুদ্র ৬৪ রান করে আউট হলে কমে আসে রানের গতি। চার নম্বরে আনুশ গোসাইয়ের ৪২ ছাড়া আর কেউই তেমন কিছু করতে পারেননি।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইকবাল হোসেন। মারুফ মৃধা, ওয়াসি সিদ্দিক ধরেন ২টি করে শিকার।
একই মাঠে শুক্রবার ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত অনূর্ধ্ব-১৯ 'বি' দল: ৪৭.৩ ওভারে ২৪৩ (রুদ্র ৬৪, সুরিয়াভানশি ৭৫, সাচিন ৬, গোসাই ৪২, কিরান ১৯, আনুরাগ ৯, মানিকান্দান ১১, জায়ান্ত ০, ভুই ৪, ভিগনেশ ২*, ধানুশ ০; মারুফ ৯-১-৫৩-২, ইকবার ৭.৩-০-৩০-৩, রিজওয়ান ১-০-১৪-০, পারভেজ ৭-০-১৯-১, মাহফুজুর ৮-০-৪৪-১, ওয়াসি ৯-০-৪৬-২, আরিফুল ২-০-১৪-০)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৩.৫ ওভারে ২৪৪/৩ (আশিকুর ১৩৫, জিসান ১১, রিজওয়ান ৮৫*, আরিফুল ০, আহরার ৭*; ধানুশ ৭-০-৩৪-০, জায়ান্ত ৭-১-৩৮-১, ভিগনেশ ১০-০-৪৭-১, মানিকান্দান ৯-০-৫১-১, ভুই ৯-০-৫৫-০, কিরান ১.৫-০-১৯-০)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আশিকুর রহমান