শাহরুখ খানকে আগামীতে পাওয়া যাবে নির্মাতা সুজয় ঘোষের ‘দ্য কিং’ সিনেমায়।
Published : 05 May 2024, 12:12 PM
‘পাঠান’, ‘জওয়ান’ সিনেমাতে মারাত্মক অ্যাকশনে হাজির হয়েছিলেন বলিউড তারকা শাহরুখ খান; বছর শেষে ‘ডানকি’তে তুমুল মারপিট না থাকলেও পরিশ্রম কম যায়নি কিং খানের। তাই কিছুদিন বিশ্রামের প্রয়োজন অনুভব করছেন তিনি।
তবে নতুন কাজ শুরু করতেও বেশি সময় নেওয়া না হবে বলেও অনুরাগীদের আশ্বস্ত করেছেন শাহরুখ খান।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেন, “আমি মনে করি আমার কিছুটা বিশ্রাম প্রয়োজন। শেষ সিনেমাগুলোয় প্রচুর শারীরিক পরিশ্রম গেছে আমার। তাই বলছি যে নতুন সিনেমা শুরুর আগে কিছুটা সময় নেব।“
শাহরুখ খান এও বলেছেন, বেশিদিন শুয়েবসে থাকা তার কপালে নেই। শিগগিরই নতুন সিনেমার নাম ঘোষণা করবেন তিনি।
“আগে জুনে শুটিং শুরু করার পরিকল্পনা ছিল। কপাল ভালো যে এখন সিদ্ধান্ত হয়েছে শুটিং শুরু হবে জুলাই বা অগাস্টে। ততদিন পর্যন্ত আমার হাতে কোনো কাজ নেই। একদম ফ্রি আছি বলতে পারেন।“
এই ফাঁকা সময়ে মাঠে এসে আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ উপভোগ করতে চাইছেন শাহরুখ।
তিনি বলেন, “আমি ইডেন গার্ডেন্সে খেলা দেখতে আসতে পছন্দ করি।“
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, শাহরুখ খানকে এবার পাওয়া যাবে নির্মাতা সুজয় ঘোষের ‘দ্য কিং’ সিনেমায়। এ সিনেমায় শাহরুখের মেয়ে সুহানা খানও কাজ করতে চলেছেন।
আগে শাহরুখ বলেছিলেন, তার ইচ্ছা, তার বয়স অনুযায়ী চরিত্রে কাজ করা।
‘দ্য কিং’ মুক্তি পাবে আগামী বছর।