অনলাইন প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে লিটন কুমার দাস, নাহিদ রানাদের বদলি ক্রিকেটার বেছে নেবে পিএসএলের দলগুলো।
Published : 24 Mar 2025, 12:03 AM
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেলেও পুরো টুর্নামেন্টে খেলা হচ্ছে না লিটন কুমার দাস ও নাহিদ রানার। তাই কিছু ম্যাচের জন্য তাদের বিকল্পের খোঁজে নেমেছে টুর্নামেন্ট আয়োজকরা।
অনলাইনে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে সোমবার লিটন-নাহিদসহ ৬ ক্রিকেটারের বদলি খুঁজে নেবে পিএসএলের দলগুলো। এক বিবৃতিতে রোববার এই খবর জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী ১১ এপ্রিল শুরু হতে যাওয়া পিএসএলের দশম আসরে প্লেয়ার্স ড্রাফটে দল পান বাংলাদেশের তিন ক্রিকেটার- লিটন, নাহিদ ও রিশাদ হোসেন। লিটনকে নেয় করাচি কিংস, পেশাওয়ার জালমিতে ডাক পান নাহিদ আর লাহোর কালান্দার্সে সুযোগ পান রিশাদ।
ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার জন্য তিনজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ছাড়পত্রের আবেদন করেছেন। তাদের অনাপত্তিপত্রের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি।
পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, কিছু ম্যাচ খেলতে পারবেন না লিটন ও নাহিদ। যে কারণে ওই কয়েক ম্যাচের জন্য তাদের বদলি ক্রিকেটারের খোঁজে করা হবে অনলাইন প্লেয়ার্স ড্রাফট।
আগামী মাসে দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। এ কারণেই মূলত পিএসএলে শুরুর কয়েক ম্যাচ খেলতে পারবেন না লিটন ও নাহিদ। বিসিবি সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ে সিরিজের অন্তত একটি ম্যাচ খেলতে হবে তাদের। এরপর পিএসএলে যেতে পারবেন তারা।
এখনও টেস্ট অভিষেক না হওয়ায় রিশাদের ক্ষেত্রে অবশ্য এই জটিলতা নেই। পিএসএলের পুরো আসরের জন্যই অনাপত্তিপত্র পেতে পারেন তরুণ লেগ স্পিনার। সোমবার বিসিবির সাধারণ সভার পর এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত পাওয়া যেতে পারে।
লিটন-নাহিদ ছাড়াও অনলাইন প্লেয়ার্স ড্রাফটে দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডান ডাসেন এবং নিউ জিল্যন্ডের কেন উইলিয়ামসন ও মার্ক চ্যাপম্যানের জন্য কয়েক ম্যাচের বদলি ক্রিকেটার নেওয়া হবে।
এছাড়া পুরো টুর্নামেন্টেই খেলা হবে না আইপিএলে সুযোগ পাওয়া করবিন বশের। অনলাইন ড্রাফটে দক্ষিণ আফ্রিকান পেসারের জায়গায় পুরো আসরের জন্য বদলি খেলোয়াড়ের খোঁজ করবে পেশাওয়ার জালমি।