আইপিএল
ভারতীয় এই পেসারের মতে, মাঠের বাইরে বসে সমালোচনা করা অনেক সহজ।
Published : 13 Apr 2025, 08:55 PM
ধারাভাষ্য কক্ষে ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া, আলোচনা-সমালোচনার ঘটনা নিয়মিত দেখা যায়। কিন্তু এটা পছন্দ নয় শার্দুল ঠাকুরের। বিশেষ করে বোলারদের নিয়ে ধারাভাষ্যকারদের মন্তব্যে ক্ষুব্ধ ভারতীয় এই পেসার। তার মতে, মাঠের বাইরে বসে কথা বলা অনেক সহজ।
চলতি আইপিএলে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জার্সিতে ভালোই করছেন শার্দুল। ৬ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১১টি। আসরে এখন পর্যন্ত যা দ্বিতীয় সর্বোচ্চ।
দলের সবশেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষেও উজ্জ্বল ছিলেন শার্দুল। প্রতিপক্ষকে ১৮০ রানে আটকে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি; ৪ ওভারে ৩৪ রান নিয়ে ধরেন ২ শিকার। রান তাড়ায় ৬ উইকেটে জিতে যায় লাক্ষ্ণৌ।
এর আগের দুই ম্যাচে আগে ব্যাটিং করেও জেতে দলটি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৩৮ রান করে ৪ রানের জয় পায় তারা। সেদিন ৫২ রান দিয়ে ২ উইকেট নেন শার্দুল। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১২ রানের জয়ে ১ উইকেট প্রাপ্তি তার।
গুজরাটের বিপক্ষে শনিবার জয়ের পর সংবাদ সম্মেলনে এসে নিজেদের বোলিং বিভাগের প্রশংসা করেন শার্দুল। পরে সমালোচকদের এক হাত নেন তিনি।
“আমি সবসময়ই বিশ্বাস করি, বোলিং বিভাগ হিসেবে আমরা পুরো মৌসুম জুড়েই ভালো বোলিং করেছি। ধারাভাষ্যে অনেকবারই সমালোচনা হয়- তারা বোলারদের প্রতি কঠোর হওয়ার চেষ্টা করেন। তবে আপনাকে বুঝতে হবে যে ক্রিকেট এমন দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে দুইশর বেশি রান অহরহ ঘটনা হয়ে উঠেছে।”
কোনো রাখঢাক না রেখেই সরাসরি ধারাভাষ্যকারদের শার্দুল বলেন, কাউকে নিয়ে মন্তব্য করার আগে নিজের দিকে তাকাতে।
“স্টুডিওতে বসে কারো বোলিং নিয়ে মন্তব্য করা সহজ, কিন্তু তারা মাঠের আসল চিত্রটি দেখতে পায় না। কারো সমালোচনা করার আগে তাদের নিজেদের পরিসংখ্যান দেখা উচিত।”
৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে লাক্ষ্ণৌ। নিজেদের পরের ম্যাচে সোমবার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে তারা।