প্রথমবার দেশের বাইরের লিগে খেলতে নেমে বল হাতে আলো ছড়ালেন বাংলাদেশের লেগ স্পিনার, জয়ের দেখা পেল তার দল।
Published : 14 Apr 2025, 12:31 AM
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে আলো ছড়ালেন রিশাদ হোসেন। দারুণ বোলিংয়ে তিন উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখলেন বাংলাদেশের এই লেগ স্পিনার।
রাওয়ালপিণ্ডিতে রোববার লাহোর কালান্দার্সের হয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন রিশাদ। ‘ডট’ বল খেলান ১০টি।
হারে আসর শুরুর পর প্রথম জয়ের দেখা পেয়েছে লাহোর। ২১৯ রানের পুঁজি গড়ে ৭৯ রানের বড় জয় তুলে নিয়েছে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলটি।
কোয়েটাকে ১৪০ রানে গুটিয়ে দিতে দুটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি, আসিফ আফ্রিদি ও সিকান্দার রাজা।
বড় লক্ষ্য তাড়ায় প্রথম ৬ ওভারে ৫৪ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ফেলে কোয়েটা। সপ্তম ওভারে বল হাতে পান রিশাদ। এই ওভারে তিনি দেন ৭ রান, হজম করেননি কোনো বাউন্ডারি।
পরের ওভারে তার প্রথম তিন বলে আসে তিন রান। চতুর্থ বল ছক্কায় ওড়ান রাইলি রুশো। পরের বলে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে গুগলিতে বোল্ড করে প্রতিশোধ নেন ২২ বছর বয়সী বোলার।
ওই ওভারে আসে মোট ৯ রান।
টানা স্পেলে রিশাদের তৃতীয় ওভারে একটি ছক্কা মারেন আকিল হোসেন। এই ওভারেও আসে ৯ রান।
কোটার শেষ ওভারে জোড়া শিকার ধরেন তিনি। প্রথম বলে বোল্ড হন মোহাম্মদ আমির। তৃতীয় বলে একটি ছক্কার পর সুইপ করে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ধরা পড়েন আবরার আহমেদ। শেষ দুই বলে দেননি কোনো রান।
এই প্রথম দেশের বাইরের কোনো লিগে খেলছেন রিশাদ। এর আগে গত বছর গ্লোবাল টি-টোয়েন্টি এবং বিগ ব্যাশ লিগে দল পেয়েছিলেন তিনি। কিন্তু নানা কারণে যেতে পারেননি। এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের মাঝপথেই পিএসএলে খেলার অনুমতি পান এই ক্রিকেটার।
লাহোরের প্রথম ম্যাচে বাইরে থাকলেও এবার খেলার সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরলেন তিনি।