একসঙ্গে চার মৌসুমের বর্ষসেরার পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই।
Published : 23 Jan 2024, 09:46 PM
থমকে থাকা বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ফের শুরু করেছে ভারত। একসঙ্গে চার মৌসুমের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। ২০২২-২৩ মৌসুমে পুরুষদের মধ্যে এই পুরস্কার জিতেছেন শুবমান গিল, নারীদের মধ্যে দীপ্তি শার্মা।
সেরা নির্বাচনের জন্য বিবেচনায় নেওয়া হয় প্রতি বছরের অক্টোবরের ১ তারিখ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পারফরম্যান্স।
এই সময়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন গিল। গত মৌসুমে ওয়ানডেতে ৬৪.৪৫ গড়ে সর্বোচ্চ ১ হাজার ৪১৮ রান করেছেন গিল। টেস্টে এই সময়ে তার রান ৩৫.১৮ গড়ে ৩৮৭। আর ১৪৬.৮৫ স্ট্রাইক রেটে টি-টোয়েন্টিতে করেছেন ৩০৪ রান।
ভারতের সাবেক অধিনায়ক পলি উমরিগরের নামে দেওয়া এই পুরস্কারটি প্রথমবারের মতো জিতলেন গিল।
বছরটি দারুণ কেটেছে দীপ্তিরও। ভারতের এশিয়া কাপ জয় ও এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের পথে বড় অবদান রাখেন এই অফ স্পিনার। দুটি টুর্নামেন্টই ছিল টি-টোয়েন্টি সংস্করণে। ২০২২-২৩ মৌসুমে টি-টোয়েন্টিতে ৩৮ উইকেট নেন দীপ্তি। সঙ্গে ব্যাট হাতে ৩১৩ রান করে দলে রাখেন কার্যকর ভূমিকা।
২০১৮-১৯ মৌসুমের পুরস্কার দেওয়ার পর থেকে বন্ধ ছিল বিসিসিআইয়ের এই আয়োজন। ওই মৌসুমে ছেলেদের সেরা হয়েছিলেন জাসপ্রিত বুমরাহ ও মেয়েদের পুনাম ইয়াদাভ।
এরপর ২০১৯-২০ মৌসুমে সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হন পেসার মোহাম্মদ শামি, পরের মৌসুমে অভিজ্ঞ স্পিনার রাবিচন্দ্রন অশ্বিন। ২০২১-২২ মৌসুমে জেতেন পেসার বুমরাহ।
২০১৯-২০ মৌসুমে সেরা নারী ক্রিকেটারের পুরস্কার জেতেন দীপ্তি। পরের দুই মৌসুমে স্মৃতি মান্ধানা।
ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার পেয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার রাভি শাস্ত্রী।