জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজ
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে সিকান্দার রাজার দল।
Published : 05 Dec 2024, 09:10 PM
বোলাররা লক্ষ্যটা হাতের নাগালেই রেখেছিলেন। শেষ দিকে তালগোল পাকিয়ে এরপরও হারতে বসেছিল জিম্বাবুয়ে। তবে শেষ ওভারে জাহানদাদ খানকে ছক্কা ও চার মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন অভিষিক্ত টিনোটেন্ডা মাপোসা। রোমাঞ্চকর লড়াইয়ে জিতে হোয়াইটওয়াশ এড়াল জিম্বাবুয়ে।
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার ২ উইকেটে জিতেছে সিকান্দার রাজার দল। পাকিস্তানের ১৩২ রান তারা পেরিয়ে গেছে এক বল বাকি থাকতে।
টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে এটি পাকিস্তানের তৃতীয় হার। প্রথম দুই ম্যাচ জয় পাওয়া সফরকারীরা সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।
বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। চার ওভারের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় তারা। দুটি উইকেট নেন ব্লেসিং মুজারাবানি, অন্যটি ওয়েলিংটন মাসাকাদজা।
পাল্টা আক্রমণে রান কিছুটা বাড়ান তৈয়ব তাহির। টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারে তাকে বিদায় করেন মাপোসা। অনেকটা সময় ক্রিজে থেকেও ততটা স্বচ্ছন্দ ছিলেন না সালমান আলি আগা। পাকিস্তান অধিনায়ক রান আউট হওয়ার আগে তিন চারে ৩২ বলে করেন ৩২।
তার আগেই ফেরেন কাসিম আকরাম (১৫ বলে ২০)। মন্থর ব্যাটিংয়ে ২২ রান করতে ২৬ বল খেলেন আরাফাত মিনহাস।
রান তাড়ায় জিম্বাবুয়েকে উড়ন্ত সূচনা এনে দেন ব্রায়ান বেনেট ও টাডিওয়ানাশে মারুমানি। পাকিস্তানের পেসারদের ওপর চড়াও হয়ে ৩.২ ওভারে তারা রান তোলেন ৪০ রান। তিন চারে ৬ বলে কিপার-ব্যাটসম্যান মারুমানি করেন ১৫ রান।
ডিওন মায়ার্সের সঙ্গে ৩৩ রানের আরেকটি জুটিতে দলকে দশম ওভারে ১ উইকেটে ৭৩ রানের দৃঢ় ভিত এনে দেন বেনেট। এক ছক্কা ও ছয় চারে ৩৫ বলে ৪৩ রান করা বেনেটকে ফিরিয়ে জুটি ভাঙেন সুফিয়ান মুকিম।
এরপর দ্রুত আরও ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে পাকিস্তান। ১৯ রান করতে ২০ বল খেলেন অধিনায়ক সিকান্দার রাজা। মিডল অর্ডারে ওয়েসলি মাধেভেরে, রায়ান বার্ল, টাশিঙ্গা মুসেকিওয়া ও মাসাকাজা যেতে পারেননি দুই অঙ্কে।
জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান। প্রথম দুই বলে জাহানদাদকে চার ও ছক্কা মেরে সমীকরণ একদম সহজ করে ফেলেন মাপোসা। এক বল পর মুসেকিওয়াকে ফিরিয়ে নতুন করে আশা জাগান জাহানদাদ। তবে কাজ হয়নি, নতুন ব্যাটসম্যান রিচার্ড এনগারাভার সিঙ্গেলে জয়ের বন্দরে পৌঁছায় জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৩২/৭ (সাহিবজাদা ৪, ইউসুফ ০, উসমান ৫, সালমান ৩২, তৈয়ব ২১, আরাফাত ২২*, আব্বাস ১৫, জাহানদাদ ৬*; মাসাকাদজা ৪-০-২৪-১, মুজারাবানি ৪-০-২৫-২, এনগারাভা ৩-০-২৭-১, রাজা ৪-০-২৪-০, মাপোসা ১-০-১২-১, বার্ল ৩-০-১৫-১, বেনেট ১-০-২-০)
জিম্বাবুয়ে: ১৯.৫ ওভারে ১৩৩/৮ (বেনেট ৪৩, মারুমানি ১৫, মায়ার্স ১৩, রাজা ১৯, মাধেভেরে ৭, বার্ল ৬, মুসেকিওয়া ৭, মাসাকাদজা ৬, মাপোসা ১২*, এনগারাভা ১*; হাসাইন ২-০-২৪-০, জাহানদাদ ২.৫-০-৩০-২, সালমান ৩-০-১৯-১, আরাফাত ৪-০-১৭-০, মুকিম ৪-১-১৯-১, আব্বাস ৪-০-২৩-৩)
ফল: জিম্বাবুয়ে ২ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ব্রায়ান বেনেট
ম্যান অব দা সিরিজ: সুফিয়ান মুকিম