৪২ বছর বয়সী একজনকে ফ্র্যাঞ্চাইজিগুলো দলে নেবে কিনা, সেটা নিয়েও আলাদা চিন্তা করছেন টেস্ট ইতিহাসের সফলতম পেসার।
Published : 13 Aug 2024, 05:50 PM
টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বল হাতে দৌড়ানোর ইচ্ছা যেন একটুও কমেনি জেমস অ্যান্ডারসনের। প্রতিযোগিতামূলক ক্রিকেটে আবারও বোলিং করতে চান ইংলিশ কিংবদন্তি। বিশেষ করে, টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার কথা ভাবছেন টেস্ট ইতিহাসের সফলতম পেসার।
গত মাসেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন অ্যান্ডারসন। সেই সঙ্গে শেষ হয়ে যায় তার আন্তর্জাতিক ক্রিকেটে পথচলাও। এখন পেস বোলিং পরামর্শক হিসেবে ইংল্যান্ড টেস্ট দলের সঙ্গে আছেন তিনি।
ইংল্যান্ডের জার্সিতে ক্রিকেটকে বিদায় বলে দিলেও ঘরোয়া ক্রিকেটে ইতি টানার কথা একবারও বলেননি অ্যান্ডারসন। খেলতে পারেন তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপেও। সেই সঙ্গে এবার সাদা বলের ক্রিকেটের চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছাও জেগেছে তার।
২০১৯ সালে সবশেষ লিস্ট ‘এ’ ম্যাচ খেলেন অ্যান্ডারসন। টি-টোয়েন্টি খেলেন তিনি এরও পাঁচ বছর আগে, ২০১৪ সালে টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে ল্যাঙ্কাশায়ারের হয়ে ওয়ারউইকশায়ারের বিপক্ষে। এক দশক পর আবার এই সংস্করণের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার কথা ভাবছেন অ্যান্ডারসন।
তার মনে এমন ইচ্ছার উদয় হয়েছে মূলত ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দা হান্ড্রেড’ দেখে। নতুন বলে টি-টোয়েন্টিতে ভালো কিছু করতে পারবেন বলে মনে করছেন তিনি। ‘দা ফাইনাল ওয়ার্ল্ড পডকাস্ট-এ এই ভাবনার কথা তুলে ধরেন অ্যান্ডারসন।
“আমি অনুভব করি, আমার কিছু দেওয়া আছে, আমি এখনও আরও কিছুটা খেলতে চাই। সেটা কীভাবে, তা অবশ্য এখনও জানি না। এই মুহূর্তে আমি যেকোনো কিছুর জন্য উন্মুক্ত। বছরের বাকি সময় গড়ানোর সঙ্গে বিষয়গুলো আরও পরিষ্কার হবে। শীতের সময় দুটি টেস্ট সফর রয়েছে এবং আমি নিশ্চিত নই যে তখন কোচিং ভূমিকায় ইংল্যান্ডের সাথে থাকব কিনা।”
“ভাবার মতো অনেক বিষয় রয়েছে এবং আমাকে বসে এটা নিয়ে মানুষের সঙ্গে কথা বলতে হবে। আমি হান্ড্রেড দেখি, খেয়াল করেছি সেখানে প্রথম ২০ বলে সুইং পাওয়া যায় এবং আমার মনে হয়েছে, ‘আমি এটা করতে পারি। আমি এখনও তা করতে পারি।’ জানি না এটা কার্যকর বিকল্প কিনা, তারপরও দেখি সাদা বলের ক্রিকেটে কিছু করতে পারি কিনা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো কখনও খেলিনি।”
অ্যান্ডারসনের বয়স এখন ৪২ বছর। তার কাছে সব সময়ই বয়স একটি সংখ্যা মাত্র। কিন্তু বাস্তবতা যে ভিন্ন সেটাও বুঝতে পারছেন তিনি। এত বেশি বয়সের একজনকে দলে টানবে কিনা ফ্র্যাঞ্চাইজিগুলো, সেটা নিয়েও ভাবছেন অ্যান্ডারসন।
“আমি আসলে এই মুহূর্তে এটা নিয়ে কতটা গুরুত্ব সহকারে ভাবছি, জানি না। তবে বোলিং বিষয়টা এখনও আমার জন্য একমাত্র বিকল্প... আমার মনে হয় না কোনো সমস্যা হবে। কিন্তু আমি জানি না, ৪২ বছর বয়সী একজন বোলারকে মানুষ তাদের দলে কতটা চাইবে।”