পারিশ্রমিক নিয়ে চরম বিতর্কের এই বিপিএলে এবার চিটাগং কিংসের একাদশে বিনুরা ফার্নান্দোর অনুপস্থিতিতে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন, যদিও দলের ম্যানেজারের দাবি অন্য রকম।
Published : 22 Jan 2025, 07:13 PM
দারুণ ছন্দে ছুটতে থাকা রংপুর রাইডার্সকে কাঁপিয়ে শুরু। ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর বিপক্ষেও ভালো বোলিং করেন বিনুরা ফার্নান্দো। কিন্তু চিটাগং কিংসের পরের ম্যাচে একাদশ নেই বাঁহাতি পেসার। লঙ্কান পেসারকে রাখা হয়নি এমনকি ১৫ জনের স্কোয়াডেও!
খেলা শুরু হতেই তাই ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। পারিশ্রমিক নিয়ে চরম বিতর্কের এবারের বিপিএলে নতুন কিছুর খোরাক মিলল কি না, এই নিয়ে ছিল আলোচনা। তবে ম্যাচ শেষে সেসব উড়িয়ে দিলেন দলের ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে চিটাগং একাদশ ঘোষণার পর খবর ছড়িয়ে পড়ে, পারিশ্রমিক না পেয়ে ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানিয়েছেন ফার্নান্দো। অসমর্থিত সূত্রে বেশ কিছু সংবাদমাধ্যম প্রকাশ করে এই খবর।
ঢাকার বিপক্ষে ম্যাচটিতে ফার্নান্দোসহ মোট তিনটি পরিবর্তন করে চিটাগং। ফার্নান্দোর পাশাপাশি একাদশ থেকে বাদ পড়েন উসমান ও রাহাতুল ফেরদৌস। তাদের জায়গায় প্রথমবার বিপিএল খেলতে নামেন জুবাইদ আকবারি ও হুসাইন তালাত এবং দলে ফেরেন আলিস আল ইসলাম।
গত সপ্তাহে বিপিএলের সিলেট পর্বে দলের সঙ্গে যোগ দেন ফার্নান্দো। প্রথম দুই ম্যাচ বাইরে বসে কাটাতে হয় তাকে। চট্টগ্রামে আসার পর গত শুক্রবার রংপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিষেক হয় ২৯ বছর বয়সী পেসারের।
নতুন বলে প্রথম ম্যাচেই চমৎকার সিম বোলিংয়ের প্রদর্শনী মেলে ধরেন ফার্নান্দো। তার প্রথম দুই ওভারের কোনো জবাবই খুঁজে পাননি রংপুরের দুই ওপেনার স্টিভেন টেইলর ও তৌফিক খান। সব মিলিয়ে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।
পরে বরিশালের বিপক্ষে উইকেট না পেলেও ৩ ওভারে মাত্র ২২ রান দেন ফার্নান্দো। দুর্বার রাজশাহীকে ৮০ রানে গুঁড়িয়ে দেওয়া ম্যাচে ২ ওভারে ১৯ রান খরচায় তার শিকার ১ উইকেট।
সবশেষ ম্যাচে কিছুটা খরুচে থাকলেও একেবারে বাদ পড়ার মতো পারফরম্যান্স করেননি ফার্নান্দো। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বুধবার ম্যাচ শুরুর আগে টি-স্পোর্টসে আলোচনায় ধারাভাষ্যকার ও সাবেক লঙ্কান অলরাউন্ডার ফারভিজ মাহারুফ বলেন, ফার্নান্দো যোগ হওয়ার পর চিটাগংয়ের বোলিং আক্রমণের ধার বেড়ে গেছে অনেক।
কিন্তু ঢাকার বিপক্ষে তাকে একাদশ তো বটেই, ১৫ জনের স্কোয়াডেও রাখেনি চিটাগং।
বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, পারিশ্রমিকের অর্থ না পাওয়ায় দলের সঙ্গে মাঠে আসতে অসম্মতি প্রকাশ করেছেন ফার্নান্দো। তাই একাদশ বা স্কোয়াডে নেই তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই বিষয়ে জানতে চাওয়া হলে একাদশে পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেন দলের ম্যানেজার।
“এরকম (পারিশ্রমিক সমস্যা) কোনো কিছু নয়। নতুন ক্রিকেটার এসেছে, হুসাইন তালাত। আমরা এই কারণেই ওকে (বিনুরা) বদলেছি। আজ আমাদের ব্যাটিং অর্ডার কিন্তু একটু বড় ছিল। যেহেতু সে (তালাত) অলরাউন্ডার, তাই দলের সমন্বয়ের জন্যই ওকে নেওয়া।”
“পারিশ্রমিকের কোনো ধরনের সমস্যা নেই। ওর (বিনুরা) যে চুক্তি, এর পঞ্চাশ শতাংশ আগেই দিয়েছি। এই পারিশ্রমিকের কারণে ও দলের বাইরে নয়।”
বিপিএলে চট্টগ্রাম পর্বের শুরু থেকেই আলোচনায় পারিশ্রমিক সমস্যা। কোনো টাকা না পাওয়ায় এরই মধ্যে এক দিন অনুশীলন বয়কট করেছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। এখনও পুরোপুরি কাটেনি তাদের এই সমস্যা। আরও কয়েকটি দলের পারিশ্রমিকের টানাপোড়েন নিয়ে নানা আলোচন আছে।
তবে চিটাগংয়ের দাবি, তাদের দলে পারিশ্রমিক নিয়ে কোনো ঝামেলা নেই।
“সার্বিকভাবে আমাদের দলের দেশি ও বিদেশি, সবারই পারিশ্রমিক হয়েছে। অন্য দলের মতো নয়। আমাদের যথেষ্ট ভালো পরিমাণে দেওয়া হয়েছে।”
“কেউ কেউ ৭০ শতাংশ পেয়ে গেছে, কেউ ৫০ শতাংশ পেয়েছে, কেউ ৪০-৪৫ শতাংশ আছে। তবে বেশিরভাগ ক্রিকেটার ৫০ শতাংশ পেয়েছে। অল্প সময়ের মধ্যে বাকিটাও... আমাদের তো সাত দিনের বিরতি আছে। এর মধ্যে বাকিগুলোও দিয়ে দেব আশা করি।”
চট্টগ্রাম পর্বের পাঁচ ম্যাচে দুটি জিতেছে চিটাগং। সব মিলিয়ে ৯ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে তারা। ঢাকায় ফিরে আগামী বুধবার রংপুরের বিপক্ষে পরের ম্যাচ খেলবে চিটাগং।