দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত।
Published : 20 Aug 2022, 09:39 PM
হারারে স্পোর্টস ক্লাবের গ্যালারিতে ঠাসা দর্শক। নেচে-গেয়ে, হৈ–হুল্লোড়ে তারা মাতিয়ে রাখলেন চারদিক। কিন্তু মাঠের ক্রিকেটে জিম্বাবুয়ে উপহার দিল একরাশ হতাশা। আবারও মুখ থুবড়ে পড়ল তাদের ব্যাটিং। এবার প্রতিপক্ষের কিছু উইকেট যদিও তারা নিতে পারল। তবু ভারত জিতল অনায়াসে। এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করল সিরিজ জয়ও।
দ্বিতীয় ওয়ানডেতে শনিবার ভারতের জয় ৫ উইকেটে। ১৬২ রানের লক্ষ্য সফরকারীরা পেরিয়া যায় ১৪৬ বল বাকি থাকতে।
কিপিংয়ে ৩টি ক্যাচ নেওয়ার পর ৩৯ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা সাঞ্জু স্যামসন।
দেশের মাটিতে সবশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশকে প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়ে হারিয়ে দিয়েছিল দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে। সেই ব্যাটিংই ভারত সিরিজে ডোবাচ্ছে তাদের।
প্রথম ম্যাচে ৩১ রানে তারা হারিয়েছিল ৪ উইকেট। ১৮৯ রান করে ম্যাচ হেরেছিল ১০ উইকেটে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে এবারও ঠিক ৩১ রানেই প্রথম ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে। টাকুডজোয়ানাশে কাইটানো ও ইনোসেন্ট কাইয়া প্রথম আট ওভার যদিও কাটিয়ে দেন নিরাপদে।
এরপরই কাইটানোকে কট বিহাইন্ড করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন মোহাম্মদ সিরাজ। এক হাতে দারুণ ক্যাচ নেন স্যামসন।
প্রথম ম্যাচের নায়ক দিপক চাহারকে এদিন খেলায়নি ভারত। তার জায়গায় সুযোগ পাওয়া শার্দুল ঠাকুর জোড়া শিকার ধরেন দ্বাদশ ওভারে। কিপারের গ্লাভসে ধরা পড়েন কাইয়া। ভারপ্রাপ্ত অধিনায়ক রেজিস চাকাভা ক্যাচ দেন স্লিপে। টিকতে পারেননি ওয়েসলি মাধেভেরেও।
পঞ্চম উইকেটে প্রতিরোধের চেষ্টা করেন সিকান্দার রাজা ও শন উইলিয়ামস। রাজাকে (১৬) ফিরিয়ে ইনিংস সর্বোচ্চ ৪১ রানের জুটি ভাঙেন বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ যাদব।
উইলিয়ামস দলের স্কোর পার করে একশ। এরপরই অফ স্পিনার দিপক হুডাকে স্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়ে বিদায় নেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ৪২ বলে ৩ চার ও এক ছক্কায় তিনি করেন সর্বোচ্চ ৪২ রান।
এরপর জিম্বাবুয়ের স্কোর ১৬১ পর্যন্ত যেতে পারে মূলত রায়ান বার্লের ব্যাটে। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে ৩৯ রানে অপরাজিত থাকেন তিনি। ৪৭ বলের ইনিংসে ৩টি চারের পাশে ছক্কা একটি।
প্রথম ম্যাচে ৪০.৩ ওভারের পর এবার স্বাগতিকরা গুটিয়ে যায় ৩৮.১ ওভারে।
৩৮ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার শার্দুল। সিরাজ ৮ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে নেন একটি উইকেট।
রান তাড়ায় শিখর ধাওয়ানের সঙ্গে এদিন ইনিংস শুরু করতে নামেন এই সিরিজের ভারত অধিনায়ক লোকেশ রাহুল। গত আইপিএলের পর প্রথমবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ব্যাটিংয়ে নেমে তিনি টিকতে পারেন স্রেফ ৫ বল।
ধাওয়ান শুরুটা করেন আগ্রাসী। তবে ইনিংস বড় করতে পারেননি। বাঁহাতি ব্যাটসম্যান ২১ বলে ৪টি চারে ৩৩ রান করে ক্যাচ দেন শর্ট বল পুল করতে গিয়ে।
টিকতে পারেননি ইশান কিষান। শুবমান গিল এরপর দ্রুতই বিদায় নেন ৩৪ বলে ৩৩ রান করে। ৯৭ রানে ৪ উইকেট হারিয়ে তখন কিছুটা চাপে ভারত।
তবে পঞ্চম উইকেটে ৫৮ বলে ৫৬ রানের জুটিতে দলকে জয়ের পথে এগিয়ে নেন হুডা ও স্যামসন। জয় থেকে ৯ রান দূরে থাকতে হুডা ২৫ রান করে বিদায় নিলেও কাজ শেষ করে আসেন স্যামসন।
একই মাঠে আগামী সোমবার হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ৩৮.১ ওভারে ১৬১ (কাইটানো ৭, কাইয়া ১৬, মাধেভেরে ২, চাকাভা ২, রাজা ১৬, উইলিয়ামস ৪২, বার্ল ৩৯, জঙ্গুয়ে ৬, ইভান্স ৯, নিয়াউচি ০, চিভাঙ্গা ৪; সিরাজ ৮-২-১৬-১, প্রসিধ ৬.১-১-২৮-১, শার্দুল ৭-০-৩৮-৩, আকসার ৭-১-২০-১, কুলদিপ ৮-০-৪৯-১, হুডা ২-০-৬-১)
ভারত: ২৫.৪ ওভারে ১৬৭/৫ (ধাওয়ান ৩৩, রাহুল ১, শুবমান ৩৩, কিষান ৬, হুডা ২৫, স্যামসন ৪৩*, আকসার ৬*; চিভাঙ্গা ৭-০-৩৮-১, নিয়াউচি ৪-০-৩২-১, জঙ্গুয়ে ৪-০-৩৩-২, ইভান্স ৪-০-২১-০, রাজা ৪-০-১৬-১, উইলিয়ামস ১-০-১৩-০, মাধেভেরে ১-০-৭-০)
ফল: ভারত ৫ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে প্রথম দুটির পর ২-০ তে এগিয়ে ভারত
ম্যান অব দা ম্যাচ: সাঞ্জু স্যামসন