পিএসএল
আঙুলের চোটে ৪ দিনেই শেষ হয়ে গেছে বাংলাদেশের স্টাইলিশ ব্যাটসম্যানের পিএসএল অধ্যায়।
Published : 12 Apr 2025, 08:15 PM
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোনো ম্যাচ না খেলেই ছিটকে যাওয়া লিটন দাসের বদলি নিয়েছে করাচি কিংস। অস্ট্রেলিয়ান কিপার-ব্যাটসম্যান বেন ম্যাকডারমটকে দলে যোগ করেছে ২০২০ আসরের চ্যাম্পিয়নরা।
চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকলেও লিটনকে পিএসএলের পুরোটার জন্যই ছাড়পত্র দেয় বিসিবি। টুর্নামেন্টটিতে অংশ নিতে গত মঙ্গলবার পাকিস্তানে যান তিনি।
সেখানে গিয়েই বাধে বিপত্তি। অনুশীলনের সময় বৃদ্ধাঙ্গুলে চোট পান তিনি। পরে স্ক্যানে চিড় ধরা পড়ে। তাতে ৪ দিনের মধ্যেই দেশে ফিরে আসতে হচ্ছে তাকে।
লিটনের জায়গায় করাচি দলে ডাক পাওয়া ম্যাকডারমটের টি-টোয়েন্টি ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৮৩ ম্যাচ খেলে ১৩৫.৫৫ গড়ে ৪ হাজার ৫৭১ রান করেছেন তিনি। নামের পাশে ৩ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৩০টি ফিফটি।
অস্ট্রেলিয়ার হয়ে ২৫ টি-টোয়েন্টি খেলে দুই ফিফটিতে ৩৪২ রান করেছেন ম্যাকডারমট। বিগ ব্যাশ, লঙ্কা প্রিমিয়ার লিগ, দা হান্ড্রেডে খেলার অভিজ্ঞতা আছে ৩০ বছর বয়সী এই ক্রিকেটারের।
করাচি কিংস দলে আনা হয়েছে আরেকটি পরিবর্তন। নিউ জিল্যান্ড তারকা কেন উইলিয়ামসনের বদলি হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা সাদ বেগকে দলে যোগ করেছে তারা।
মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শনিবার টুর্নামেন্টে পথচলা শুরু করবে করাচি।