বোর্ডার-গাভাস্কার ট্রফি
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টের একাদশে প্রাসিধ কৃষ্ণা ও হার্শিত রানাকে দেখতে চান ভারতের ব্যাটিং গ্রেট।
Published : 27 Dec 2024, 07:36 PM
সহায়ক কন্ডিশন পেয়েও অস্ট্রেলিয়া সফরে নিজের সেরাটা দিতে পারছেন না মোহাম্মদ সিরাজ। তাই চলতি বোর্ডার-গাভাস্কার সিরিজে এই পেসারকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের ব্যাটিং গ্রেট সুনিল গাভাস্কার।
২০২১-২২ মৌসুমের অস্ট্রেলিয়া সফরে ভারতের সফল অভিযানে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সিরাজ। সেবার ৩ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দলের সিরিজ জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি।
এবারও অবশ্য এরই মধ্যে ১৩ শিকার ধরে ফেলেছেন তিনি। কিন্তু তার বোলিংয়ের পুরোনো সেই ধার চোখে পড়ছে না গাভাস্কারের। তার মতে, নতুন বলে কার্যকর ভূমিকা পালন করতে পারছেন না সিরাজ।
বিশেষ করে, মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে একেবারেই নিষ্প্রভ ছিলেন ডানহাতি এই পেসার। ২৩ ওভার বোলিং করে রান দেন ১২২! উইকেট নিতে পারেননি একটিও।
স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে গাভাস্কার তুলে ধরেন সিরাজকে নিয়ে তার ভাবনা। ভারতের সাবেক ব্যাটসম্যানের মতে, বিশ্রামের কথা না বলে সরাসরি বাদ দেওয়া উচিত তাকে। তাতে নিজের খেলায় উন্নতির তাগিদ পাবেন তিনি।
“আমার মনে হয়, সিরাজের সম্ভবত একটু বিরতি প্রয়োজন। আমি আসলে সত্যিকারের বিরতির কথা বলছি না, তাকে বলা দরকার পারফরম্যান্স না করার জন্য দল থেকে বাদ দেওয়া হচ্ছে। একটা সময় আসে, তখন সরাসরি মূল কথাটাই বলা উচিত।”
“কঠোরভাবে বলতে হবে ‘দেখো, তোমার পারফরম্যান্স চাওয়া অনুযায়ী হয়নি এবং তাই তোমাকে বাদ দেওয়া হচ্ছে’। ‘বিশ্রামের’ কথা বললে খেলোয়াড়দের ভুল ধারণা হয়। তারা মনে করে, তাদের খেলায় উন্নতির দরকার নেই।”
চলতি বোর্ডার-গাভাস্কার সিরিজে এখন পর্যন্ত ওভারপ্রতি ৪.০৭ রান দিয়েছেন সিরাজ। সিরিজে খরুচে বোলারের তালিকায় সবার ওপরে তিনি। সিডনি টেস্টে তাকে একাদশে বাইরে রাখতে এবং প্রাসিধ কৃষ্ণা ও হার্শিত রানাকে নেওয়ার পরামর্শ দিয়েছেন গাভাস্কার।
“কিন্তু আমার মনে হয় সিরাজকে বলা দরকার, ‘দেখো, সহায়ক পিচে তোমার কাছ থেকে আমরা যেমনটা আশা করেছিলাম, তুমি ততটা ভালো বোলিং করতে পারছ না।’এটা এমন একটা বিষয় যা বলা দরকার। যদি দলে দুটি পরিবর্তন করতে চান, জাসপ্রিত বুমরাহকে সাহায্য করতে প্রাসিধ কৃষ্ণা ও হার্শিত রানাকে নিন। যে করেই হোক, এটা করুন।”