জেমি স্মিথ না থাকায় টেস্ট অভিষেক হওয়ার কথা ছিল জর্ডান কক্সের, কিন্তু দুর্ভাগ্যের হানায় মাঠের বাইরে যেতে হলো ইংল্যান্ডের কিপার-ব্যাটসম্যানকে।
Published : 24 Nov 2024, 02:09 PM
দুর্ভাগ্য আর কাকে বলে! স্বপ্ন পূরণের মুহূর্ত থেকে স্রেফ কয়েকটি দিন দূরে ছিলেন জর্ডান কক্স। কিন্তু দুঃস্বপ্নের হানা হয়ে এলো আততায়ী চোট। আঙুলের চোটে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই শেষ হয়ে গেল ইংল্যান্ডের এই কিপার-ব্যাটসম্যানের।
এই সফরে তিনি যেতে পেরেছিলেন সৌভাগ্যের ছোঁয়াতেই। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য সফরে যাননি নিয়মিত কিপার জেমি স্মিথ। পরিবর্তিত কিপার হিসেবে সুযোগ পান কক্স। আগামী বৃহস্পতিতার ক্রাইস্টচার্চে টেস্ট অভিষেক হওয়ার কথা ছিল তার।
কিন্তু শনিবার কুইন্সটাউনে অনুশীলনে ডানহাতে চোট পান তিনি। স্ক্যান করিয়ে সেই আঙুলে ধরা পড়ে চিড়। গোটা সিরিজ থেকেই ছিটকে গেছেন ২৪ বছর বয়সী এই কিপার-ব্যাটসম্যান।
গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় তার, গত মাসে অভিষেক হয় ওয়ানডেতে। কিন্তু টেস্ট অভিষেকটা হলো না এবার। সামনে স্মিথ ফিরবেন। কক্সকে তাই অনেকটা সময় অপেক্ষা করতে হবে বলেই মনে হচ্ছে।
কক্সের এই দুর্ভাগ্যই ফিল সল্টের জন্য বয়ে আনতে পারে সৌভাগ্য। সীমিত ওভারের ক্রিকেটে দারুণ ফর্মে থাকা আগ্রাসী এই কিপার-ব্যাটসম্যানের টেস্ট অভিষেক হয়ে যেতে পারে। আপাতত সম্ভাবনায় এগিয়ে তিনিই। বিবেচনায় থাকবেন সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারের দলে থাকা মাইকেল পেপারও। এখনও চুক্তিতে থাকলেও অভিজ্ঞ জনি বেয়ারস্টোকে ফেরানোর সম্ভাবনা তেমন একটা নেই।
টেস্ট দলে থাকা অলিভার পোপ অবশ্য কিপিং করতে পারেন। তবে দলের তিন নম্বর ব্যাটসম্যানের ওপর কিপিংয়ের বাড়তি চাপ দেবে না ইংল্যান্ড।