কোভিড: টানা ৩৩ দিন মৃত্যুহীন

গত ১৩ ফেব্রুয়ারি দেশে কোভিডে ১ জনের মৃত্যুর খবর এসেছিল। এরপর এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2023, 10:51 AM
Updated : 18 March 2023, 10:51 AM

দেশে গত এক দিনে ৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে মৃত্যু হয়নি কোনো কোভিড রোগীর, এ নিয়ে ৩৩ দিন ধরে কোভিডে মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ।

গত ১৩ ফেব্রুয়ারি দেশে কোভিডে ১ জনের মৃত্যুর খবর এসেছিল। এরপর এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৭৫টি নমুনা পরীক্ষা করে নতুন ৪ রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার হয়েছে ০ দশমিক ২৪ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৩১ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৯৬৩ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতোই ২৯ হাজার ৪৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৫ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ৬৮৯ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের ৩ জন ঢাকা মহানগরের বাসিন্দা। জয়পুরহাট জেলায়ও একজন রোগী শনাক্ত হয়েছে। দেশের বাকি ৬২ জেলায় নতুন করে কারও সংক্রমণের তথ্য মেলেনি।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ১০ মার্চ পর্যন্ত তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছে ৬৮ লাখ ৮১ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬৭ কোটি ৬৬ লাখের বেশি।