রাতে ঘণ্টাব্যপী এ সংঘর্ষে আহতদের মধ্যে ২৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
Published : 25 Nov 2024, 12:11 AM
চা পান করা নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে কাছাকাছি দূরত্বে অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের (বুটেক্স) শিক্ষার্থীরা।
রোববার রাতে ঘণ্টাব্যপী এ সংঘর্ষে আহতদের মধ্যে ২৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সংঘাতের জেরে তেজগাঁও শিল্পাঞ্চলের সড়কগুলোতে মধ্যরাত পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।
ডিএমপির শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার রব্বানী হোসেন রাত সাড়ে ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভয়াবহ অবস্থা। আমরা দুই পক্ষের মাঝে আছি। এখনও সংঘর্ষ চলছে। সেনাবাহিনীও এসেছে।”
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফটো সাংবাদিক এম এ মমিন বলেন, তিনি অন্তত ২০ জন আহত শিক্ষার্থীকে রিকশায়, গাড়িতে করে হাসপাতালের দিকে নিতে দেখেছেন। ওই এলাকায় অবস্থিত বেসরকারি এমএইচ শমরিতা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বেশ কয়েকজন।
এক শিক্ষার্থীর বরাতে তিনি বলেন, রোববার রাত ৯টার দিকে বুটেক্সের এম আজিজ হলের সামনে টং এর দোকানে চা পান করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে এ সংঘাত শুরু হয়। এরপর দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ, লাঠিসোটা হাতে পরস্পরকে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এর আগে রোববার দুপুরে পুরান ঢাকার আদালত এলাকার কাছে অবস্থিত সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়েছে ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।
পুরান ঢাকার সেই হামলার জেরে রাতে সংঘাত ছড়িয়েছে ডেমরা এলাকায়। সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা দলবেঁধে গিয়ে রাতে ডেমরার এলাকায় অবস্থিত মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালিয়েছে।
এর আগে বৃহস্পতিবার ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মারামারিতে সায়েন্স ল্যাবরেটরি এলাকা সংঘাতময় হয়ে ওঠে। দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। ওই ঘটনার জেরে সিটি কলেজ এখনও বন্ধ রয়েছে।