ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আতশবাজি, ফানুস, বিস্ফোরক দ্রব্য বহন ও ফোটানোও নিষেধ করা হয়েছে।
Published : 30 Dec 2024, 07:09 PM
ইংরেজি বর্ষবরণে ‘থার্টি ফার্স্ট’ উদযাপন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাড়ি চলাচল সীমিত করার কথা বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার প্রক্টর কার্যালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ও জরুরি সেবা ছাড়া অন্য গাড়ি প্রবেশ করতে পারবে না।
এই সময়ে বিশ্ববিদ্যালয় এলাকায় আতশবাজি, ফানুস, বিস্ফোরক দ্রব্য বহন ও ফোটানো নিষেধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তায় ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭ টা থেকে ভোর ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের পরিবারের অন্যান্য সদস্য বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিকসহ অন্যান্য সরকারি গাড়ি) ছাড়া অন্য কোনো বাহন প্রবেশ করতে পারবে না।”
থার্টি ফার্স্টের রাতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতি বছরই নগরজুড়ে পটকা ফোটানো ও আতশবাজি পোড়ানো হয়। প্রচণ্ড ভিড় হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। বিভিন্ন স্থানে ফানুস ওড়ানোর সময় আগুন লাগার খবর আসে। এ ছাড়া ফানুসের আগুনে নতুন চালু হওয়া মেট্রোরেলের তারও ক্ষতিগ্রস্ত হয়, তাতে ট্রেন চলাচলও বিঘ্নিত হয়।
প্রতিবারের মত এবারও আতশবাজি পোড়ানো ও পটকা ফোটানো থেকে সবাইকে বিরত থাকতে বলেছে সরকার। নিষেধাজ্ঞা উপক্ষো করে আইন ভঙ্গ করলে শাস্তির কথাও এক বিজ্ঞপ্তিতে বলেছে পরিবেশ মন্ত্রণালয়।