আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল এবারের নির্বাচন বর্জন করেছিল।
Published : 12 Dec 2024, 06:00 PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে পুরো প্যানেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
তাতে সভাপতি হয়েছেন ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. মোশারফ হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে তিনি সঙ্গে পাচ্ছেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রইছ উদদীনকে।
এ নির্বাচনের নির্বাচন কমিশন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সকল পদে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটিতে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আজম খান সহ-সভাপতি, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ ভূইঁয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ রফিকুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ফিন্যান্স বিভাগের অধ্যাপক মো. ওমর ফারুক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আবু লায়েক, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক নাছির আহমাদ, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক তারেক বিন আতিক।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত অধ্যাপক রইছ উদদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় রেখে কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমাদের সকলকেই একত্রে কাজ করতে হবে। আমরা নতুন উদ্যোমে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।”
ক্ষমতার পালাবদলের পর দৃশ্যত বেকায়দায় থাকা আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল এবারের নির্বাচন বর্জন করেছিল। নীলদলের শিক্ষকদের মনোয়ন ফরম না দিতে ‘হুমকি ও চাপ’ দেওয়ার অভিযোগ তুলেছিলেন তারা।
এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. আবদুল আলীম। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অধ্যাপক মো. কুতুব উদ্দিন ও রুমানা তাছমিন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভোটার মোট ৬ শত ৫৮ জন। তবে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটের আর প্রয়োজন পড়েনি।