শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের ১৪ দিনের মাথায় এই কমিটি গঠন করা হলো।
Published : 03 Dec 2024, 09:09 PM
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক আদেশে এ কমিটি গঠন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে গত ১৯ নভেম্বর আলোচনার পর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না তা যাচাইয়ে পরের সপ্তাহে কমিটি গঠন করার আশ্বাস দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
সেই কমিটি গঠন করা হলো ১৪ দিনের মাথায়।
সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহিনুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ পৃথকীকরণের মাধ্যমে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির বিষয়ে প্রস্তাবিত উচ্চপর্যায়ের কমিটির সঙ্গে এ কমিটি সমন্বয় করে স্বাধীনভাবে কাজ করবে।
তিতুমীর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাই কমিটি গঠনে ৪৮ ঘণ্টা
কমিটি গঠনের আশ্বাসে তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলন আপাতত স্থগিত
“বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন সদস্য কমিটির সভাপতি পদে থাকবেন। আর সদস্য হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের মনোনীত একজন প্রো-ভাইস চ্যান্সেলর (সদস্য), বিশ্ববিদ্যালয়-২ অধিশাখার যুগ্মসচিব। কমিটিতে সদস্যসচিব হিসেবে রয়েছেন সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব। আজ মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।”
এর আগে সোমবার দুপুরে ৪৮ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে সম্ভাব্যতা যাচাই কমিটি ঘোষণার দাবি জানিয়েছিলেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত ১৯ নভেম্বর সকাল থেকে দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে 'ক্লোজডাউন তিতুমীর' কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে একই দাবিতে গত ১৮ নভেম্বর বেলা ১১টায় মহাখালীর আমতলী, কাঁচাবাজার ও রেলক্রসিংয়ে শত শত শিক্ষার্থী জড়ো হন।
ওইদিন আন্দোলনের সময় মহাখালীতে ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনের ঢিল ছোড়ার ঘটনা ঘটলে এক শিশুসহ বেশ কয়েকজন যাত্রী হন। ফেইসবুকে রক্তাক্ত শিশু ও আহত যাত্রীদের ছবি ছড়িয়ে পড়ে।
তিতুমীরকে বিশ্ববিদ্যালয়: সম্ভাব্যতা যাচাইয়ে আগামী সপ্তাহে কমিটি
বিশ্ববিদ্যালয়ের দাবি: তিতুমীর কলেজ 'অনির্দিষ্টকাল' বন্ধের ঘোষণা
২০১৭ সালের ফেব্রুয়ারিতে 'শিক্ষার মানোন্নয়নের' লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এর মধ্যে একটি কলেজ হচ্ছে সরকারি তিতুমীর কলেজ।
অধিভুক্তির পর থেকে এখন পর্যন্ত এই কলেজের অ্যাকাডেমিক সব কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে। এর আগে সরকারি তিতুমীর কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।