তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি যৌক্তিক কি না, তা যাচাই করবে এ কমিটি।
Published : 19 Nov 2024, 06:38 PM
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, সেটি যাচাইয়ে কমিটি গঠন করবে শিক্ষা মন্ত্রণালয়।
আগামী রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যে এই কমিটি গঠন হবে মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান।
এর আগে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। ছয়জন শিক্ষার্থী প্রতিনিধি ওই আলোচনায় অংশ নেন।
সিরাজ-উদ-দৌলা খান বলেন, “আলোচনা শেষে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে একটি কমিটি গঠন করা হবে বলে শিক্ষার্থীদের জানানো হয়েছে।
“আগামী সপ্তাহে এ কমিটি হবে। আগামী রোববাব থেকে বৃহস্পতিবারের মধ্যে কমিটি ঘোষণা করা হবে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি যৌক্তিক কি না, তা যাচাই করবে এ কমিটি।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি কমিশন নয়, সম্ভাব্যতা যাচাই করতে কমিটি গঠন করা হবে।”
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় তিতুমীর কলেজ ক্যাম্পাসে অবস্থান করা ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের’ সংগঠক ২০১৫-১৬ সেশনের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জাবেদ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ১৪ জন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে আলোচনার জন্য গেছেন। তাদের ফোন বন্ধ এখন। তারা ক্যাম্পাসে ফিরে আসলে আমরা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করব।”
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে সোমবার মহাখালীতে রেল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দিনভর অবরোধের পর রাতেও তারা সড়ক আটকে রাখেন। মঙ্গলবার থেকে তিতুমীর কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে 'ক্লোজডাউন তিতুমীর' কর্মসূচি পালনকালে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ প্রবেশ করায় বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। বিক্ষোভের মুখে দুপুর পৌনে ১টার দিকে পুলিশ সদস্যরা ক্যাম্পাস থেকে বেরিয়ে গেইটের সামনে অবস্থান নেন।
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে কথা বলতে মঙ্গলবার সকাল থেকে অধ্যক্ষ শিপ্রা রাণী মন্ডলের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। দুপুরে অধ্যক্ষের অফিসে গেলে বলা হয়, ‘তিনি সংবাদমাধ্যমে কথা বলতে চাইছেন না’।
আরও পড়ুন-
তিতুমীরে 'ক্লোজডাউন' কর্মসূচির মধ্যে পুলিশ প্রবেশ নিয়ে 'উত্তেজনা'