ধানমন্ডিতে মন্ট্রেসর বিউটি লাউঞ্জ উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2023, 12:02 PM
Updated : 19 Nov 2023, 12:02 PM

ঢাকার ধানমন্ডিতে উদ্বোধন করা হয়েছে মন্ট্রেসর লাইফস্টাইল এবং মন্ট্রেসর বিউটি লাউঞ্জ।

অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর উপস্থিতিতে বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই লাউঞ্জ উদ্বোধন করা হয়।

মন্ট্রেসর লাইফস্টাইলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিজ্ঞ ও দক্ষ বিউটিসিয়ানদের নিয়ে পরিচালিত হবে মন্ট্রেসর লাইফস্টাইল এবং মন্ট্রেসর বিউটি লাউঞ্জ। সর্বাধুনিক ডিজাইনের পোশাকে এবং দক্ষ পেশাদার ব্যক্তিরা সেবায় নিয়োজিত থাকবে।