মেহজাবিন-রোহানের 'ফরগেট মি নট' এর ঝলক প্রকাশ
ওয়েব ফিল্ম 'ফরগেট মি নট' এর ট্রেইলার প্রকাশ হয়েছে। ১ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেইলারে মেহজাবীন চৌধুরী ও ইয়াশ রোহান ছাড়াও আর কিছু চরিত্রকে দেখা গেছে। আভাস মিলেছে প্রেম-বিচ্ছেদ এবং একটি মৃত্যুর। রবিউল আলম রবি পরিচালতি 'ফরগেট মি নট' মুক্তি পাবে বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। এই প্ল্যাটফর্মের 'মিনিস্ট্রি অফ লাভ' প্রজেক্টের চতুর্থ ওয়েব ফিল্ম 'ফরগেট মি নট'। প্রজেক্টের তিনটি ওয়েব ফিল্ম এর আগে প্রচার হয়েছে। সেগুলো হল 'সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি', 'লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী' এবং 'কাছের মানুষ দূরে থুইয়া'। 'ফরগেট মি নট' হতে চলেছে চতুর্থ সিনেমা।