“দেশে যেসব আন্তর্জাতিক মেলা হচ্ছে, সেগুলো তিন অথবা চার দিনের। সেগুলোয় তারা অংশগ্রহণ করেন।“
Published : 31 Jan 2025, 07:11 PM
ঢাকা বাণিজ্য মেলাকে ‘আন্তর্জাতিক’ বলা হলেও বাইরের ‘তেমন কেউ’ এতে অংশগ্রহণ করে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
শুক্রবার ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, “বিজিএমইএ (বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি) ও বিকেএমইএকে (বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন) এই মেলায় যুক্ত করা সম্ভব হয়েছে।
“আমরা যদিও আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলি, তবে এখানে আন্তর্জাতিক অংশগ্রহণকারী তেমন কেউ আসেন না। যারা আসেন তারা মনোহরি পণ্য নিয়ে আসেন।”
বশিরউদ্দীন বলেন, “আসলে মাসব্যপী একটি মেলায় বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য আসা খুব একটা সহজ নয়। দেশে যেসব আন্তর্জাতিক মেলা হচ্ছে, সেগুলো তিন অথবা চার দিনের। সেগুলোয় তারা অংশগ্রহণ করেন।“
উপদেষ্টা বলেন, “২০২৬ সালের নভেম্বরে এলডিসি গ্র্যাজুয়েট হতে যাচ্ছি। এই গ্র্যাজুয়েটের কারণে সামনে পণ্য রপ্তানির ক্ষেত্রে আমাদের ওপর নান নিয়ম আসবে।
উদ্যোক্তাদের উদ্দেশ করে তিনি বলেন, “ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধির জন্য সার্বিকভাবে মনোযোগী হন। প্রতিযোগিতার সক্ষমতা কমলে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ তৈরি হতে পারে।
“তাই সক্ষমতা বৃদ্ধি করার জন্য শিল্প ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বৈচিত্র্যময় আয়োজন করতে হবে। আর নীতি সহায়তার জন্য সরকার সব সময় কাজ করছে।“
মেলার সমাপনী অনুষ্ঠান হয় বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।