১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন পুরস্কার তুলে দেন।
“দেশে যেসব আন্তর্জাতিক মেলা হচ্ছে, সেগুলো তিন অথবা চার দিনের। সেগুলোয় তারা অংশগ্রহণ করেন।“
বাণিজ্য মেলায় ক্রেতাদের জন্য বিভিন্ন পণ্যে ৩৩ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে প্রাণ।
ঢাকার অদূরে পূর্বাচলে চলছে ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মাসব্যাপী এ মেলায় ছুটির দিনগুলোতে হচ্ছে উপচেপড়া ভিড়। দেশি স্টলগুলো ঘুরে দেখার পাশাপাশি ক্রেতা-দর্শনার্থীরা ভিড় করছেন বিদেশি স্টলগুলোতে।
ঢাকার পূর্বাচলে এবার বাণিজ্য মেলা শুরু হওয়ার পর ছুটির দিন শুক্রবার ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। সামনের দিনে চাপ আরও বাড়বে বলে মনে করছেন আয়োজকরা।
অফার চলবে মেলার শেষদিন পর্যন্ত।
বিক্রেতারা বলছেন, আরও কয়েকদিন পর মেলা ধীরে-ধীরে জমে উঠবে।
‘ফার্নিচার পণ্য’কে ২০২৫ সালের ‘বর্ষপণ্য’ ঘোষণা করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।