মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন পুরস্কার তুলে দেন।
Published : 04 Feb 2025, 06:46 PM
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেয়েছে শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের চার অঙ্গপ্রতিষ্ঠান।
এর মধ্যে প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরি-বি তে প্রথম পুরস্কার পেয়েছে আরএফএল প্লাস্টিকস লিমিটেড। প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ক্যাটাগরিতে প্রাণ অ্যাগ্রো লিমিটেড প্রথম, জেনারেল স্টল ক্যাটাগরিতে আরএফএল ইলেকট্রনিক্স প্রথম ও প্রিমিয়ার স্টল ক্যাটাগরিতে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তৃতীয় পুরস্কার জিতে নিয়েছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন মেলার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বলে সোমবার প্রাণ-আরএফএলের ডিজিএম তৌহিদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছেন।
অনুষ্ঠানে আরএফএল প্লাস্টিকসের পক্ষে হেড অব মার্কেটিং শফিক শাহীন, প্রাণ এগ্রোর পক্ষে জেনারেল ম্যানেজার তোষন পাল, আরএফএল ইলেকট্রনিক্সের পক্ষে এরিয়া ম্যানেজার ইয়াসির মোহাম্মদ সুহার্তো ও রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজের পক্ষে সাব-অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার শফিকুল ইসলাম শাকিল পুরস্কার গ্রহণ করেন।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “এবারের মেলায় আমাদের প্রস্তুতি ছিল অন্যবারের তুলনায় অনেক গোছানো। আমরা প্যাভিলিয়নের নকশা থেকে শুরু করে ইন্টেরিয়র, নতুন পণ্যের সংযোজন ও পণ্যের প্রদর্শনে নতুনত্ব নিয়ে এসেছিলাম। এ বছরে দর্শক-ক্রেতাদের উপস্থিতিও বিগত বছরগুলোর চেয়ে অনেক বেশি ছিল। অধিক ক্রেতাকে সেবা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”