নামে অনেকটা কাছাকাছি হয়ে যাওয়ায় তারা বলছে, আমাদের ব্র্যান্ড বন্ধ করতে।”
Published : 30 Jan 2025, 09:55 PM
তৈরি পোশাক খাতে ‘রিসাইকেলড’ (পুণঃব্যবহার) পণ্য উৎপাদনকারী বাংলদেশি ব্র্যান্ড ‘সাইক্লো’র নাম দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সুইজারল্যান্ডের কোম্পানি ‘অন এজি’র ব্র্যান্ড ‘সাইক্লোন’ এর বিরুদ্ধে।
বিশ্বের অন্তত ২০টি দেশে ‘সাইক্লো’ ব্র্যান্ডে পণ্য সরবরাহ করে আসছে বাংলাদেশি কোম্পানি সিমকো নিটিং অ্যান্ড টেক্সটাইলস। বৃহস্পতিবার রাজধানীর বনানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সুইস কোম্পানির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে তারা।
সিমকো নিটিং অ্যান্ড টেক্সটাইলসের ব্যবস্থাপক রায়হান কবির বলেন, “আমরা ২০১৪ সাল থেকে রিসাইকেলড প্রডাক্ট হিসেবে ইয়ার্ন সরবরাহ করছি বিভিন্ন কোম্পানির কাছে। ফাইনাল প্রডাক্টের ট্যাগেও ‘সাইক্লো’ নামটি থাকে।
“এখন সুইস কোম্পানি অন এজি রিসাইকেলড প্রডাক্ট বানানো শুরু করেছে ২০২১ সাল থেকে। তাদের ব্র্যান্ডের নাম হচ্ছে সাইক্লোন। নামে অনেকটা কাছাকাছি হয়ে যাওয়ায় তারা বলছে, আমাদের ব্র্যান্ড বন্ধ করতে।”
তিনি বলেন, “আমরা যেসব কোম্পানিকে প্রডাক্ট দিই, তারা সেখানে গিয়ে বলছে, সাইক্লো থেকে নেওয়া যাবে না। সাইক্লোন থেকে সাইক্লো নামটি কপি করা হয়েছে।”
২০১৪ সাল থেকে ‘সাইক্লো’ ব্র্যান্ড হিসেবে বাংলাদেশ সরকারের স্বীকৃতি পেয়েছে দাবি করেছে সিমকো স্পিনিং অ্যন্ড টেক্সটাইলস। এটি পোশাক খাতে বাংলাদেশের প্রথম রিসাইকেলড পণ্যের কোম্পানি।
ব্র্যান্ডের নামের জটিলতা দূর করতে সাইক্লোর নিয়োগ পাওয়া আইনজীবী এবিএম হামিদুল মিসবাহ বলেন, “সুইস কোম্পানি ‘অন এজি’ খেলা-ধুলার জুতা তৈরি করে। এখন তারা গার্মেন্টস লাইনে রিসাইকেলড পণ্যের কোম্পানি খুলেছে সাইক্লোন নাম দিয়ে।
“সিমকো দেশের শতভাগ রপ্তানিকারক কোম্পানি ও এইচএনএম, জারা এবং ওয়ালমার্টের মত অনেক কোম্পানিকে ইয়ার্ন দেয়। এখন সাইক্লোন বলছে, আমাদের সাইক্লো ব্র্যান্ড থেকে পণ্য না নিতে। আমাদের বলছে কোম্পানি বন্ধ করে দিতে।”
এর কোনো আইনি সমাধান আছে কি না প্রশ্ন করলে হামিদুল মিসবাহ বলেন, “তাদের আইনজীবীর সঙ্গে চিঠি চালাচালি চলছে। আমরা ভাবছি, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অরগানাইজেশনে যাবে বিষয়টির সমাধান করতে।”
ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অরগানাইজেশন হচ্ছে মেধাস্বত্ব নিয়ে কাজ করা বৈশ্বিক সংগঠন।
রায়হান কবির বলেন, “আমাদের ব্র্যান্ডের সঙ্গে বায়ারদেরও তারা নিয়ে নিতে চায়। আমাদের ক্লায়েন্ট আমাদের সঙ্গেই ব্যবসা করতে আগ্রহী। বাংলাদেশের ব্র্যান্ড হিসেবে সাইক্লো নামটি আরো ছড়িয়ে দিতে চাই।”
এ বিষয়ে সুইজারল্যান্ডের কোম্পানি ‘অন এজি’র বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।