উপদেষ্টা বলেন, “আমরা সুষম খাবারের নিশ্চয়তা চাই। সেজন্য খেজুর, সয়াবিন, মাংস, মাছ ডিম, দুধ ও ডালের সরবরাহ নিশ্চিত করতে চাই।”
Published : 06 Nov 2024, 07:29 PM
বাজারে সুষম খাবারের সরবরাহ নিশ্চিত করতে চাল, চিনি, গমসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য কেনার কয়েকটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। একই সঙ্গে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাও হয়।
ক্রয় কমিটির কার্যতালিকায় দেখা যায়, নভেম্বর ও ডিসেম্বর সময়ের জন্য স্পট মার্কেট থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
সুইজারল্যান্ডের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার এর কাছ থেকে প্রতি ইউনিট ১৩ দশমিক ১১ ডলার এবং গানভর সিঙ্গাপুরের কাছ থেকে প্রতি ইউনিট ১৩ দশমিক ৪৭ ডলারে কেনা হচ্ছে এলএনজি।
দুই কার্গো এলএনজিতে মোট খরচ হচ্ছে এক হাজার ২৫৪ কোটি ৩২ লাখ ৯৫ হাজার ৫৬৪ টাকা।
এদিন আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের প্যাকেজ-১ এর মাধ্যমে ৫০ হাজার টন গম কেনার অনুমোদন দেওয়া হয়। প্রতিটন ৩০১ দশমিক ৩১ ডলার হিসাবে এতে মোট খরচ হচ্ছে ১৮০ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সিটি গ্রুপের কাছ থেকে ৫ হাজার টন চিনি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিকেজি ১২০ টাকা ৯০ পয়সা হিসাবে এতে মোট খরচ হচ্ছে ৬০ কোটি ৪৫ লাখ টাকা।
খাদ্য মন্ত্রণালয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ভারতের পাত্তাবি এগ্রো ফুডের কাছে থেকে ৫০ হাজার টন সিদ্ধ চাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটন ৪৭৭ ডলার হিসাবে এতে মোট খরচ হচ্ছে ২৮৬ কোটি ২০ লাখ টাকা।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, “ক্রয় কমিটির সভায় সার, চিনি, গম, চালসহ কতগুলো গুরুত্বপূর্ণ পণ্য কেনাকাটা করেছি। অতি শিগগিরই এগুলো আনা হবে। পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া আছে। রোজার আগে খেজুর, মসুর ডালসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা নিয়ে আসব।
“ভোগ্যপণ্যের ভোক্তার যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য এটা করা হয়েছে। খাদ্যের মজুদ নিয়েও আমরা আলাপ করেছি। সরকারি ও বেসরকারি পর্যায়ে কী পরিমাণ আমদানি করতে হবে সেটা বলে দিয়েছি।”
উপদেষ্টা বলেন, “আমরা সুষম খাবারের নিশ্চয়তা চাই। সেজন্য খেজুর, সয়াবিন, মাংস, মাছ ডিম, দুধ ও ডালের সরবরাহ নিশ্চিত করতে চাই। আমরা আরও বিস্তারিত পদক্ষেপ নেব এসব খাবার নিশ্চিত করতে।”