সাবেক অর্থমন্ত্রীর স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে ২০ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অনুসন্ধান শুরুর কথা জানায় দুদক।
Published : 22 Aug 2024, 10:06 PM
আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেয়।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে মুস্তফা কামালের স্ত্রী-কন্যা এবং তিন সাবেক সংসদ সদস্যের এক চক্র প্রায় ২০ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের খবর আসার চার দিনের মাথায় এমন নির্দেশনা এল।
বিএফআইইউ এর নির্দেশনায় বলা হয়েছে, মুস্তাফা কামাল, তার স্ত্রী কাশমিরী কামাল, মেয়ে নাফিসা কামাল ও কাশফি কামালের ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে বলা হয়েছে।
তাদের নামে থাকা ব্যাংক হিসাবগুলোতে আগামী ৩০ দিনের জন্য লেনদেন স্থগিত করতে বলা হয়েছে।
সাবেক সংসদ সদস্য মুস্তাফা কামাল এর আগের মেয়াদে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন। গত মন্ত্রিসভায় তার জায়গা হয়নি। তিনি বিসিবির ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতিও ছিলেন।
তার ব্যবসায়ী মেয়ে নাফিসা কামাল ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির মালিক হয়ে আলোচনায় ছিলেন বিভিন্ন সময়।
গত ১৮ অগাস্ট দুদক মুস্তফা কামালের স্ত্রী-কন্যা এবং তিন সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রায় ২০ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের একটি টিম গঠন করে।
সেদিন দুদকের তরফে বলা হয়, এ সংক্রান্ত যে অভিযোগ দুদক হাতে পেয়েছে, তাতে মুস্তফা কামালের স্ত্রী কাশমেরী কামাল, তাদের মেয়ে নাফিসা কামাল, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ যুক্ত আছেন ওই সিন্ডিকেটে।
মালয়েশিয়ার শ্রমবাজার: মুস্তফা কামালের স্ত্রী-কন্যা আর তিন এমপির '