যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এখন তারা বিদেশ ভ্রমণ করতে পারবেন।
Published : 24 Mar 2025, 07:44 PM
ডলার সাশ্রয়ের অংশ হিসেবে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৩৪ মাস পর এ নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হল।
সোমবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ক সার্কুলার সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
দেশে ডলার সংকট প্রকট হলে সরকারি ও ব্যাংক কর্মকর্তাদের মত ২০২২ সালে মে মাসে এনবিএফআইয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। ২০২২ সালের প্রথম দিক থেকে দেশে ডলার সংকট শুরু হয়েছিল। সে সময় খোলাবাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে ডলার; প্রতি ডলার ১২০ টাকার বেশিতে কেনাবেচা হয়। পরে এ দাম আরও বেড়ে ১২৫ টাকাও ছাড়িয়ে যায়।
এ বিষয়ক নতুন নির্দেশনায় বলা হয়, ২০২২ সালের ২৯ মে আর্থিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ, স্টাডি ট্যুর, এক্সপোজার ভিজিট, সভা ও সেমিনারে অংশ নিতে বিদেশ ভ্রমণ বন্ধ রাখতে বলা হয়েছিল। নতুন নির্দেশনায়, দাপ্তরিক প্রয়োজনে অত্যাবশ্যকীয় বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠানের বিদেশ ভ্রমণ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিদেশ ভ্রমণ করতে পারবেন।
তবে এসব কোম্পানির যেসব কর্মকর্তা-কর্মচারীর বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পৃথক নির্দেশনা রয়েছে তা পরিপালন করতে হবে।