প্রায় সব শিশুদের জন্য এটি ছিল প্রথমবারের মতো উড়োজাহাজে ভ্রমণ এবং সৈকত দেখার সুযোগ।
Published : 15 Jan 2025, 09:52 PM
যুগপূর্তি উদযাপনে ঢাকার সুবিধাবঞ্চিত ৩০ শিশুকে উড়োজাহাজে উড়িয়ে কক্সবাজার দেখাল নভোএয়ার।
বুধবার সকালে জাগো ফাউন্ডেশন পরিচালিত কড়াইল বস্তির একটি স্কুল থেকে বিভিন্ন বয়সের ৩০ শিশুকে 'ড্রিম ফ্লাইট'- এ কক্সবাজারে নিয়ে যায় উড়োজাহাজ সেবার বেসরকারি এ কোম্পানি।
শিশুরা সেখানে সৈকতের পরিছন্নতা কার্যক্রমে অংশ নেয়। পাশাপাশি বিমান বাহিনীর কক্সবাজার ঘাঁটি ও কক্সবাজার রেলওয়ে স্টেশন ঘুরে দেখে।
নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় সব শিশুদের জন্য এটি ছিল প্রথমবারের মত উড়োজাহাজে ভ্রমণ এবং সৈকত দেখার সুযোগ।
ঢাকা থেকে নভোএয়ারের সকাল ১০টা ২০ মিনিটের ফ্লাইটে শিশুরা কক্সবাজারে গিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার ফ্লাইটে ঢাকায় ফিরে যায়।
জাগো ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা ফয়েজুন নাহার মুক্তা বলেন, “সদ্য তৃতীয় শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক পর্যায়ের শিশুরা এই ভ্রমণে অংশ নিয়েছে।
“তারা সবাই বনানীর কড়াইল বস্তিতে জাগো ফাউন্ডেশন পরিচালিত একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। এদের কারো বাবা রিকশাচালক, কেউ দিনমজুরি করেন।”
তৃতীয় শ্রেণীর ছাত্র হানিফ মিয়া সমুদ্র সৈকত ঘুরে খুবই খুশি। সে বলে, “আমরা বিমানে উঠছি, সমুদ্র দেখছি, বিমান বাহিনীর জঙ্গিবিমান দেখছি।”
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, “ওরা আসলে সমাজের যে স্তরে থাকে সেখানে তারা এটুকুও জানে না কোন স্বপ্নটা দেখতে হবে।
“আমরা চাই তাদের স্বপ্ন আরও বড় হোক। তারা আরও উচুতে স্বপ্ন দেখুক। আমরা শুধু যাদের বড় স্বপ্ন দেখার উপায়টুকু বাতলে দিতে চাই।”
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গত কয়েক বছর ধরেই নভোএয়ার এই কর্মসূচি পালন করে আসছে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।
২০১৩ সালের ৯ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহন শুরু করেছিল নভোএয়ার। এরপর ১২ বছরে এক লাখের বেশি ফ্লাইটে সাড়ে ৭০ লাখের বেশি যাত্রীকে তারা সেবা দিয়েছে।