উন্মুক্ত দরপদ্ধতিতে ৫০ হাজার টন গম কেনার প্রস্তাব পাস হয়েছে।
Published : 13 Nov 2024, 08:16 PM
সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডের দুটি কোম্পানির থেকে দুই কার্গো এলএনজি কেনার পাশাপাশি দ্বীপরাষ্ট্র ব্রুনাইয়ের কাছ থেকে সরকারিভাবে দীর্ঘমেয়াদে এলএনজি কেনার একটি প্রস্তাব পাস হয়েছে।
বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির সপ্তম সভায় এই প্রস্তাব অনুমোদন হয়।
প্রতি ইউনিট ১৪ দশমিক ১৩ ডলারে সিঙ্গাপুরের ভিটল এশিয়ার কাছ থেকে এক কার্গো এলএনজি কেনা হবে, এতে মোট খরচ হবে ৬৬৬ কোটি ৫৭ লাখ ৪২ হাজার ৭২০ টাকা।
প্রতি ইউনিট ১৪ দশমিক ৫৭ ডলারে সুইজারল্যান্ডের টোটাল এনার্জিস থেকে কেনা হবে আরেকটি কার্গো, যাতে খরচ পড়বে এতে ৬৮৭ কোটি ৩৩ লাখ ১০ হাজার ৮০ টাকা।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে এবং মাসের মাঝামাঝি সময়ে এসব এলএনজি দেশে আসবে।
বৈঠকে ব্রুনাই থেকে দীর্ঘমেয়াদি চুক্তিতে এলএনজি কেনা সংক্রান্ত জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবটিও পাস হয়। জিটুজি (সরকার টু সরকার) ভিত্তিতে ব্রুনাই এনার্জি সার্ভিস অ্যান্ড ট্রেডিংয়ের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই তরল গ্যাস কেনা হবে।
বর্তমানে ওমান ও কাতার সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদে এলএনজি কেনার একাধিক চুক্তি রয়েছে বাংলাদেশের। এসব চুক্তির আলোকে নিয়মিত এলএনজি আসছে। তবে জ্বালানি সংগ্রহে বহুমুখী উৎস খুঁজে পেতে আগের সরকারের নীতির আলোকেই ব্রুনাইকে নতুন উৎস হিসেবে বেছে নেওয়া হল।
কেনা হচ্ছে ৫০ হাজার টন গম
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আরেক বৈঠকে উন্মুক্ত দরপদ্ধতিতে ৫০ হাজার টন গম কেনার প্রস্তাব পাস হয়েছে।
প্রতিটন ২৯২ দশমিক ১৪ ডলার হিসাবে মোট খরচ হবে ১৭৫ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা।