প্রতি ইউনিট এলএনজির দাম দাঁড়াচ্ছে ১৪ দশমিক ৫৫ ডলার থেকে ১৪ দশমিক ৬৫ ডলার।
Published : 30 Oct 2024, 05:05 PM
নভেম্বর মাসে দীর্ঘমেয়াদি চুক্তি অনুযায়ী নিয়মিত সরবরাহের পাশাপাশি খোলাবাজার থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেট এনার্জির কাছ থেকে দুই কার্গো এলএনজি কিনতে মোট ব্যয় হবে এক হাজার ৩৫৫ কোটি ৮৯ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা।
প্রতি ইউনিট এলএনজির দাম দাঁড়াচ্ছে ১৪ দশমিক ৫৫ ডলার থেকে ১৪ দশমিক ৬৫ ডলার।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এলএনজি ছাড়াও টিসিবির জন্য অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সুলভ মূল্যের তেল, চিনি, মসুর ডাল কেনার কিছু প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।
পরে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকের আলোচ্যসূচি তুলে ধরা হয়।
বৈঠকে সরকারি বিপণন সংস্থা টিসিবির জন্য প্রতি কেজি ১২০ টাকা ৯২ পয়সা দরে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ থেকে ৫ হাজার টন চিনি কেনার অনুমোদন দেওয়া হয়।
এছাড়া প্রতিকেজি ১০৭ টাকা ৩৯ পয়সা দরে কেনা হচ্ছে ১০ হাজার টন ছোলা।
আর প্রতি লিটার ১৬৩ দশমিক ১৫ পয়সা দরে বসুন্ধরা মাল্টিফুড প্রোডাক্ট থেকে কেনা হবে ৩২ লাখ ৬০ হাজার লিটার সয়াবিন তেল।
টিসিবির সব কেনাকাটা করা হচ্ছে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করে।