স্বীকৃতির ফলে দেশের শিল্প ও উৎপাদন খাতে জিপিএইচ ইস্পাতের অবস্থান ‘আরও শক্তিশালী হবে’ বলে আশা করছে তারা।
Published : 24 Feb 2025, 04:31 PM
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ‘অথোরাইজড ইকোনমিক অপারেটর’ (এইও) হিসেবে স্বীকৃতি পেয়েছে জিপিএইচ ইস্পাত।
সোমবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে সম্প্রতি এ স্বীকৃতি দেওয়া হয়।
জিপিএইচ ইস্পাতের পক্ষে সম্মাননা গ্রহণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই স্বীকৃতি আন্তর্জাতিক বাণিজ্য নীতিমালা ও সাপ্লাই চেইন নিরাপত্তা মেনে চলার ক্ষেত্রে জিপিএইচ ইস্পাতের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন।
'অথরাইজড ইকোনমিক অপারেটর' স্বীকৃতি পেল ১০ কোম্পানি
“এর ফলে শুল্ক নিষ্পত্তি প্রক্রিয়া গতিশীল, পরিচালন ব্যয় হ্রাস এবং আন্তর্জাতিক বাণিজ্যে কোম্পানির গ্রহণযোগ্যতা ও নির্ভরযোগ্যতা সুসংহত হবে।”
স্বীকৃতির ফলে দেশের শিল্প ও উৎপাদন খাতে জিপিএইচ ইস্পাতের অবস্থান ‘আরও শক্তিশালী হবে’ বলেও আশা প্রকাশ করছে এ কোম্পানি।