এসব কোম্পানি নির্দিষ্ট ক্ষেত্রে ‘কাস্টমস চেক’ এড়িয়ে বন্দর থেকে দ্রুত পণ্য খালাসের সুবিধা পাবে।
Published : 24 Feb 2025, 12:25 AM
দেশের ১০টি কোম্পানিকে ‘অথরাইজড ইকোনমিক অপারেটর’ (এইও) হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এইও মর্যাদা পাওয়া কোম্পানিগুলো হলো— ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, জিপিএইচ ইস্পাত লিমিটেড, বিএসআরএম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড, এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেড (ফিড ডিভিশন) ও টোয়া পার্সোনাল প্রোটেক্টিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মর্যাদা দেওয়ার ফলে প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট ক্ষেত্রে কাস্টমস চেক এড়িয়ে বন্দর থেকে দ্রুত পণ্য খালাসের সুবিধা পাবে, যা উৎপাদন ও রপ্তানির ‘লিড টাইম’ ও বন্দরের ওপর চাপ কমাবে।
এইও প্রক্রিয়াটি বিমানবন্দরের ‘গ্রিন চ্যানেল’ ব্যবস্থার মতো কাজ করে। এতে কাস্টমস কর্তৃপক্ষ নির্ভরযোগ্য প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে শুল্ক সংক্রান্ত ছাড় দেয়।
বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “এই সনদ শুধু তাদের জন্য, যাদের ভোক্তা অধিকার, কর পরিশোধ ও সুশাসনে শক্তিশালী রেকর্ড রয়েছে।”
উন্নত বিশ্বে এই সুবিধা অনেক আগে থেকেই প্রচলিত থাকলেও বাংলাদেশে ২০১৩ সালে নীতিগতভাবে চালু হয়। তবে বাস্তবে তেমন কার্যকর ছিল না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।