ভার্চুয়াল প্ল্যাটফর্মে এক যোগে এগুলো উদ্বোধন করা হয়।
Published : 16 Jan 2024, 05:48 PM
দেশের বিভিন্ন স্থানে একযোগে ইসলামী ব্যাংকের ১২টি উপশাখা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ভার্চুয়াল প্লাটফর্মে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুনিরুল মওলা আধুনিক ব্যাংকিংয়ের সব সুবিধা নিয়ে এসব উপশাখার উদ্বোধন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামী ব্যাংক।
উপশাখাগুলো হলো-ঢাকার ইসিবি চত্বর, রাজশাহীর উপশহর ও তানোর, পটুয়াখালীর গলাচিপা, বরগুনার আমতলী, মাগুরার মোহাম্মদপুর, দিনাজপুরের হিলি, সিলেটের জকিগঞ্জ, নওগাঁর আত্রাই, পাবনার আতাইকুলা, কক্সবাজারের কালারমারছড়া ও চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজার।
অনুষ্ঠানে মুনিরুল মওলা আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করে নিজেদের উন্নয়নের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে অংশ নিতে সবার প্রতি আহবান জানান।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, জে কিউ এম হাবিবুল্লাহ ও আলতাফ হুসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুঁইয়া বক্তব্য দেন।