“ফ্লাইটগুলোতে লোকসান গুণতে হচ্ছিল। এ জন্য আপাতত চট্টগ্রাম থেকে কলকাতা রুটে ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে,” বলেন ইউএস-বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম।
Published : 21 Sep 2024, 10:23 PM
ভারতের ভিসা অনুমোদন হার কমায় যাত্রীখরার কারণে এবার চটগ্রাম থেকে কলকাতা রুটে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে বেসরকারি এয়ারলাইনস কোম্পানি ইউএস-বাংলা।
ছাত্র-জনতার তীব্র গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকার পতন হলে দেশ ত্যাগ করেন টানা সাড়ে ১৫ বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকার পতনের পরপর ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারত। এরপর সীমিত আকারে কার্যক্রম চালু শুরু হলেও ভিসাপ্রাপ্তির সংখ্যা অনেক কম।
ইউএস-বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গেল ৫ অগাস্টের পর থেকেই ভারতীয় ভিসা কার্যক্রম প্রায় বন্ধ। এই অবস্থায় চট্টগ্রাম থেকে যাত্রী একদমই পাওয়া যাচ্ছিল না। ফ্লাইটগুলোতে লোকসান গুণতে হচ্ছিল। এ জন্য আপাতত চট্টগ্রাম থেকে কলকাতা রুটে ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।”
ঢাকা থেকে কলকাতা রুটে আগে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করত বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার। তারা ফ্লাইট সংখ্যা কমিয়ে তিনে নামালেও লোকসান পোষাতে না পারায় গত ১৬ সেপ্টেম্বর থেকে এই রুটে ফ্লাইট পুরোপুরি বন্ধ করে দেয়। তাদের পথ ধরে এবার বন্ধ করল ইউএস-বাংলা।
ঢাকা থেকে কলকাতা রুটের ভাড়া এয়ারলাইনস ভেদে ১২ হাজার থেকে ১৮ হাজার টাকা। যাত্রী কম হওয়ায় পরিচালন ব্যয় তুলতেই হিমশিম খেতে হচ্ছে এয়ারলাইনসগুলোর।
এ জন্য রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসও ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে ফ্লাইট সংখ্যা ১৪টি থেকে সাতে নামিয়ে এনেছে। একই হারে কমেছে ঢাকা-চেন্নাই ও ঢাকা-দিল্লি ফ্লাইট সংখ্যাও।
কলকাতা রুটে ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করত। এর মধ্যে ঢাকা থেকে ১৪টি এবং চট্টগ্রাম থেকে সাতটি ফ্লাইট যেত। বর্তমানে তারা শুধু ঢাকা থেকে ছয়টি ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা-চেন্নাই রুটে সপ্তাহে ১১টি ফ্লাইট থেকে কমিয়ে পাঁচটি করা হয়েছে।
কামরুল ইসলাম বলেন, “ভিসা কার্যক্রমের উন্নতি না হলে ভারতের অন্য রুটগুলোতেও ফ্লাইট পরিচালনা বন্ধ করতে হবে। আপাতত, চট্টগ্রামের যাত্রীরা ঢাকা হয়েই কলকাতায় যাচ্ছেন। তবে ভিসা কার্যক্রম স্বাভাবিক হলে এ রুটে আবারও ফ্লাইট পরিচালনা শুরু হবে।”
আরও পড়ুন:
ভারতগামী ফ্লাইটে যাত্রী খরা, ফ্লাইট কমিয়ে লোকসান কমানোর চেষ্টা