রবির ই-সিমে কী সুবিধা?

গ্রাহক চাইলে তার স্মার্টফোনে ইচ্ছেমতো ই-সিম চালু করতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী বদলে নিতে পারবেন।

নিউজ ডেস্ক
Published : 22 March 2023, 05:49 AM
Updated : 22 March 2023, 05:49 AM

‘স্মার্ট সোসাইটি’ গড়ার লক্ষ্যে গ্রাহকদের জন্য রবি নিয়ে এসেছে অত্যাধুনিক ই-সিম প্রযুক্তি।

রবির এই ৪.৫জি ই-সিমের মাধ্যমে দেশের সেরা ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি রবি’র প্রি-পেইড কিংবা পোস্টপেইড যে কোনো সেবা স্মার্টফোন থেকে খুব সহজেই অ্যাক্টিভেট এবং ম্যানেজ করা যাবে।

ই-সিম চালু করতে গ্রাহকদের প্রথমে অনলাইনে বায়োমেট্রিক ভ্যারিফিকেশন করতে হবে। তবে রবি সার্ভিস সেন্টার sheba kendro থেকেও যে কেউ চাইলে নিয়ম মেনে ই-সিম চালুর প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

ই-সিম যেহেতু ভার্চুয়াল, তাই খুলতে বা লাগাতে গিয়ে নষ্ট হওয়া কিংবা হারিয়ে যাওয়ার ভয় নেই। পাশাপাশি স্মার্টফোনে সিম কার্ড প্রবেশ করানো এবং খোলার ঝামেলাও থাকবে না।

গ্রাহক চাইলে তার স্মার্টফোনে ইচ্ছেমতো ই-সিম চালু করতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী বদলে নিতে পারবেন।

ই-সিমের কিউআর কোড হারিয়ে গেলে যতবার প্রয়োজন তা ডাউনলোড করা যাবে। ই-সিম কাজ করে এমন হ্যান্ডসেট দিয়ে রবি গ্রাহকরা সর্বাধিক সুরক্ষিত এই স্মার্ট প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। উপভোগ করতে পারবেন নিরবচ্ছিন্ন ইন্টারনেটের এক নতুন এক্সপেরিয়েন্স।

রবি বিশ্বাস করে, গ্রাহকের ব্যক্তিগত জীবনে প্রভাব রাখার বাইরেও রবি ই-সিম আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ডিসক্লেইমার
এটি একটি বিজ্ঞাপনী বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।