ডিজিটাল নিরাপত্তা আইনে এখন ৭ হাজারের বেশি মামলা রয়েছে।
Published : 07 Aug 2023, 07:52 PM
বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে নতুন আইন হলেও আগের আইনে গত পাঁচ বছরে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলাগুলো চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
মন্ত্রিসভার সিদ্ধান্তের পর সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের একথা জানান।
সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন করার পর তা নিয়ে ব্যাপক সমালোচনা হলে ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়।
তবে এই আইনটিও পড়ে বিতর্কে। দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগের পর জাতিসংঘের পক্ষ থেকেও আইনটি স্থগিতের আহ্বান আসে।
এর পরিপ্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সিকিউরিটি আইন করতে যাচ্ছে সরকার। সোমবার মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব নীতিগত অনুমোদন পায়।
এরপর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, “ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নাম পরিবর্তন করা হচ্ছে। এর নতুন নাম হবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। একই সঙ্গে আইনের অনেকগুলো ধারায় পরিবর্তন আনা হচ্ছে।”
বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন আবার বিতর্কে
ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে স্থগিত করুন: জাতিসংঘের মানবাধিকার প্রধান
ডিজিটাল নিরাপত্তা আইন ‘দ্রুত’ সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী
বদলে যাচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের নাম
গত পাঁচ বছরে এই আইনে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। ২০২৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত মামলার সংখ্যা ৭ হাজার ১টি বলে সম্প্রতি আইনমন্ত্রী সংসদে জানিয়েছিলেন।
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হলে সেই মামলাগুলোর ভবিষ্যৎ কী হবে, সাংবাদিকরা জানতে চেয়েছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আমিন উদ্দিনের কাছে।
তিনি তখন বলেন, “যখন কোনো আইন বাতিল বা পরিবর্তন করা হয়, সেখানে একটা সেভিং ক্লজ দেওয়া হয়। জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুযায়ী যে মামলাগুলো চলমান, সে মামলাগুলোর ক্ষেত্রে ধরে নিতে হবে, এই আইনটা বিলুপ্ত হয় নাই।”
আগে পরিবর্তন করা বিভিন্ন আইন সম্পর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, এখন পর্যন্ত যত আইন বাতিল বা পরিবর্তন করা হয়েছে, সবগুলোর ক্ষেত্রে একই অবস্থা হয়েছে।