এ মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি।
Published : 10 Mar 2023, 07:05 PM
ঢাকার সিদ্দিক বাজারে ক্যাফে কুইন ভবনে বিস্ফোরণের ঘটনায় পুলিশ এবার মামলা করেছে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে।
বৃহস্পতিবার রাতে বংশাল থানার এসআই পলাশ সাহা মামলাটি করেন বলে জানিয়েছেন ওই থানার ওসি মুজিবুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।
“কার কার অবহেলা এবং আর অন্য কিছু রয়েছে কি না, এর সঙ্গে কারা কারা জড়িত তা তদন্ত করে দেখা হবে।”
গত মঙ্গলবার বিকালে ক্যাফে কুইন ভবনে বড় ধরনের বিস্ফোরণে এ পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। এই বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে বার্ন ইনস্টিউটে ৮ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় আগে একটি অপমৃত্যুর মামলা হয়েছিল। আর ভবনের মালিক দুই ভাইসহ তিনজনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে ৫৪ ধারায় দুই দিনের রিমান্ডে পেয়েছে ডিবি পুলিশ।
ওই তিনজনের নাম নতুন মামলায় কেন দেওয়া হয়নি, এ প্রশ্নের উত্তরে বংশালের ওসি মুজিবুর বলেন, “তদন্তে আসলে অবশ্যই তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।”
মামলাটি তিনি নিজেই তদন্ত করছেন বলে জানিয়েছেন।
বিস্ফোরণের পর ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আর রাজউক ভবনটির ঝুঁকি কমাতে কাজ করছে।
বর্তমানে বন্ধ রয়েছে ভবনের সামনের সড়কের একাংশ; অন্য পাশ দিয়ে দুই দিকের যানবাহন চলাচলে যানজটের ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পথচারীরা।
সিদ্দিক বাজারের ভবন মালিক দুই ভাইসহ ৩ জন রিমান্ডে