এর আগে জিজ্ঞাসাবাদে তাদের তিন দিন করে হেফাজতে পেয়েছিল পুলিশ।
Published : 05 Jul 2023, 12:14 AM
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বালাইনাশক প্রয়োগের পর বিষক্রিয়ায় স্কুলপড়ুয়া দুই শিশুর মৃত্যুর মামলায় পেস্ট কন্ট্রোল কোম্পানি ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের চেয়ারম্যান ও এমডিসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান জামিন আবেদন নাকচ করে চেয়ারম্যান আশরাফুজ্জামান, এমডি ফরহাদুল আমিন ও স্প্রে ম্যান টিটু মোল্লাকে কারাগারে রাখার আদেশ দেন।
এর আগে রোববার তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।
ভাটারা থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক রণপ কুমার ভক্ত জানান, গত ২৫ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর তাদেরকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এরপর আদালত এ বিষয়ে শুনানির জন্য রোববার দিন ধার্য করে রাখেন।
তিনি বলেন, “ওইদিন (রোববার) তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে ঢাকার মহানগর হাকিম মো. শান্ত ইসলাম মল্লিক প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন।”
এর আগে গত ৮ জুন তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। রিমান্ড শেষে গত ১২ জুন তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এবার দ্বিতীয় দফা রিমান্ড শেষে আবারও তাদের কারাগারে পাঠানো হল।
বাসায় পোকামাকড় মারার পর বালাইনাশকের বিষক্রিয়ায় গত ৪ জুন দুই ভাই শাহিল মোবারত জায়ান (৯) ও শায়েন মোবারত জাহিনের (১৫) মৃত্যু হয়।
পরে তাদের বাবা ঢাকা রয়েল ক্লাব লিমিটেডের (উত্তরা) প্রতিষ্ঠাতা সভাপতি মোবারক হোসেন এ ঘটনায় মামলা করেন।
মামলায় বলা হয়, পোকামাকড় মারতে মোবারক নিজের বাসায় ওষুধ প্রয়োগে ‘ডিসিএস অর্গানাইজেশন’ নামের ওই কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন। সেই পেস্ট কন্ট্রোল কোম্পানির কর্মীরা পোকামাকড় নিধনের জন্য অ্যালুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট (গ্যাস ট্যাবলেট) ব্যবহার করেছিলেন।
ওষুধ দেওয়ার ছয় ঘণ্টার মধ্যে ঘরে ঢুকতে নিষেধ করা হয়। কোম্পানির নির্দেশনা মেনে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করেন। এরপরই বিষক্রিয়ায় আক্রান্ত হতে শুরু করে তারা। এরই জেরে ওই দুই সহোদরের মৃত্যু হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
বিষক্রিয়া: পেস্ট কন্ট্রোল কোম্পানির চেয়ারম্যান ও এমডি ফের রিমান্ডে
বিষক্রিয়া: পেস্ট কন্ট্রোল কোম্পানির চেয়ারম্যান ও এমডি রিমান্ড শেষে কারাগারে
বিষক্রিয়া: পেস্ট কন্ট্রোল কোম্পানির চেয়ারম্যান ও এমডি রিমান্ডে
দুই ভাইয়ের প্রাণ কেড়ে নেওয়া সেই বালাইনাশক ‘বাসাবাড়ির জন্য নয়’: পুলিশ
বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যু: পেস্ট কন্ট্রোল কোম্পানির চেয়ারম্যান ও এমডি গ্রেপ্তার
বালাইনাশকে ২ শিশুর মৃত্যু: মামলার পর কোম্পানির ২ কর্মকর্তা গ্রেপ্তার