এর আগেও তাদের এক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
Published : 03 Jul 2023, 09:38 PM
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় বালাইনাশক প্রয়োগের পর বিষক্রিয়ায় স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যুর মামলায় ‘পেস্ট কন্ট্রোল’ সেবাদাতা কোম্পানি ডিসিএস অরগানাইজেশন লিমিটেডের চেয়ারম্যান ও এমডিসহ তিনজনকে ফের এক দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
এই তিনজন হলেন ডিসিএস অরগানাইজেশন লিমিটেডের চেয়ারম্যান আশরাফুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল আমীন এবং স্প্রে ম্যান টিটু মোল্লা।
ঢাকার মহানগর হাকিম মো. শান্ত ইসলাম মল্লিক রোববার তাদের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন বলে আদালত পুলিশের এসআই রণপ কুমার ভক্ত সোমবার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ২৫ জুন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর তিন আসামিকে নতুন করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত তখন শুনানির জন্য ২ জুলাই দিন ধার্য করেন।
সে অনুযায়ী রোববার আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাদের পক্ষে আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আশরাফুজ্জামান ও ফরহাদুল আমীনকে তিন দিন এবং টিটু মোল্লাকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
বালাইনাশকের বিষক্রিয়ায় গত ৪ জুন ব্যবসায়ী মোবারক হোসেন তুষারের দুই ছেলে শাহিল মোবারত জায়ান (৯) ও শায়েন মোবারত জাহিনের (১৫) মৃত্যু হয়।
মোবারক হোসেন ঢাকা রয়েল ক্লাব লিমিটেডের (উত্তরা) প্রতিষ্ঠাতা সভাপতি। পরিবার নিয়ে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার থাকেন। দুই সন্তানের মৃত্যুর ঘটনায় তিনি ভাটারা থানায় মামলা করেন।
মামলার নথি থেকে জানা যায়, পোকামাকড় মারতে মোবারক হোসেন নিজের বাসায় ওষুধ প্রয়োগে ‘ডিসিএস অর্গানাইজেন লিমিটেড’ নামের ওই কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন। সেই পেস্ট কন্ট্রোল কোম্পানির কর্মীরা পোকামাকড় নিধনের জন্য অ্যালুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট (গ্যাস ট্যাবলেট) ব্যবহার করেছিলেন।
ওষুধ দেওয়ার ছয় ঘণ্টার মধ্যে ঘরে ঢুকতে নিষেধ করা হয়। কোম্পানির নির্দেশনা মেনে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করেন। এরপরেই বিক্রিয়ায় আক্রান্ত হতে শুরু করে তারা। এরই জেরে ওই দুই কিশোরের মৃত্যু হয়।
মামলা হওয়ার পর প্রথমে ডিসিএস অর্গানাইজেন লিমিটেড’ কর্মী টিটু মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে কোম্পানির চেয়ারম্যান ও এমডিকেও গ্রেপ্তার করা হয়।