ভোট নিয়ে প্রশ্ন করতেই উজ্জ্বল বললেন, “ভোট দিব না! ভোটতো দিতেই হবে।”
Published : 17 Jul 2023, 11:38 AM
ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনে কম ভোটার উপস্থিতির মধ্যেই একটি কেন্দ্রে ভোট দিলেন বিশেষ চাহিদা সম্পন্ন দুই ভাই, যারা অনেকেরই নজর কেড়েছেন।
৪৫ বছর বয়সী মো. কামরুল এবং ৪২ বছর বয়সী মো. উজ্জ্বল সোমবার সকাল পৌনে ৯টায় হাজির হন ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার শিশু মঙ্গল কেন্দ্রে।
জানতে চাইলে কামরুল বললেন, মাটিকাটায় তাদের বাড়ি। বাবা ছিলেন সেনা কর্মকর্তা। পাঁচ ভাইয়ের মধ্যে একজন এখন সেনাবাহিনীতে চাকরি করেন।
এই কেন্দ্রের ১ নম্বর বুথে ভোট দেন কামরুল ও উজ্জ্বল। দুই ভাই জানালেন, শারীরিক সমস্যার কারণে বিয়ে করা হয়নি, কাজকর্মও তেমন কিছু করেন না।
ভোট নিয়ে প্রশ্ন করতেই উজ্জ্বল বললেন, “ভোট দিব না! ভোটতো দিতেই হবে।”
ভোট শেষে দুই ভাই একসঙ্গে হাসিমুখে কেন্দ্র থেকে বের হয়ে যান।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আব্দুল মুকীত জানান, তার কেন্দ্রে চারটি বুথে ২৪০৯ জন পুরুষ ভোটার ভোট দেবেন।
সকাল ১০টা পর্যন্ত হাতেগোনা ১০-১২ জন ভোটার সেখানে ভোট দিতে এসেছেন, তাদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমানও ছিলেন।