দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে অবস্থান নিয়ে আছে পুলিশ।
Published : 29 Jul 2023, 11:39 AM
দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান নিয়েছে পুলিশ।
পাল্টাাপাল্টি সমাবেশের পরদিন শনিবার সকাল ১১টা থেকে রাজধানীর প্রবেশমুখগুলোতে বিএনপি অবস্থান কর্মসূচি দেওয়ার পর যুবলীগও সমাবেশ ডাকে।
দুই পক্ষের কাউকে এই কর্মসূচি পালনের অনুমতি না দেওয়ার পর শনিবার সকালেই রাজধানীর প্রবেশপথগুলোতে পুলিশের অবস্থান দেখা যায়।
পু্রনো ঢাকার নয়া বাজারে গিয়ে দেখে গেছে, বিএনপির কার্যালয় ও তার আশপাশে এলাকায় ব্যাপক পুলিশ ও আনসার সদস্যরা ঘিরে রেখেছে।
সেখানে থাকা পুলিশের কর্মকর্তারা বলেন, এখানে কোনো রাজনৈতিক কর্মসূচির অনুমতি নেই। তাই জনদুর্ভোগ সৃষ্টি যাতে না হয়, সেজন্য তারা অবস্থান নিয়েছেন।
ঢাকার প্রবেশপথে কোনো কর্মসূচি নয়, কঠোর অবস্থানে পুলিশ
নবাব সিরাজ-উদ-দৌলা পার্কেও ব্যাপক সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে। এই পার্কের উল্টো পাশেই বিএনপি মহানগর কার্যালয়।
বিএনপির মহানগর কর্মী রফিক হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কর্মসূচি করব। আমাদের নেতা-কর্মী-সমর্থকরা ছড়িয়ে ছিটিয়ে আছে। নেতাদের অপেক্ষায় আছি। একদফার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আমরা করব।”
নয়া বাজারের পাশাপাশি গাবতলী, যাত্রাবাড়ী, উত্তরায় সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালানোর কথা রয়েছে বিএনপির। সেখানেও বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়ে আছে।
নয়া বাজারে পুলিশ অবস্থান নেওয়ায় বিএনপির নেতা-কর্মীরা ধোলাইখালের দিকে জড়ো হন। তাদের সরিয়ে দিতে সাড়ে ১১টার দিকে সেদিকে কাঁদুনে গ্যাস ছোড়ে পুলিশ।
এদিকে নয়া বাজার কাঁচা বাজারের গলির মোড়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে শ্লোগান দিচ্ছেন।
বাবুবাজার সেতু, ধোলাইখাল মোড়, যাত্রাবাড়ী চৌরাস্তা ও গাবতলীতেও আওয়ামী লীগ সমর্থকদের মিছিল দেখা গেছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের থানা ওয়ার্ডের নেতাকর্মীরা বাবুবাজার ব্রিজ, যাত্রাবাড়ী মোড়ে সতর্ক পাহারায় আছে।”
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাবতলী, বছিলা ব্রীজ, উত্তরা কমপ্লেক্স ও আব্দুল্লাহপুর মোড়ে বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে সতর্ক পাহারায় আছি।”