অষ্টম তলায় এসি থেকে আগুনের সূত্রপাত হলে দ্রুতই তা নিভিয়ে ফেলা হয়, বলছে পুলিশ।
Published : 12 Dec 2023, 06:01 PM
ঢাকার মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে আবারও অগ্নিকাণ্ড ঘটেছে।
মঙ্গলবার বিকালে টাওয়ারের অষ্টম তলায় এসি থেকে আগুনের সূত্রপাত হয় পুলিশ জানিয়েছে।
বনানী থানার ওসি কাজী সাহান হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসি থেকে আগুন ধরে গেলে স্থানীয়ভাবে দ্রুতই তা নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার পর ভবনের অন্যান্য ফ্লোরেও আতঙ্ক সৃষ্টি হয়।”
এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান ওসি।
তবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, ভবনটিতে নতুন করে আগুন লাগার খবর তারা পাননি।
দেড় মাস আগে গত ২৬ অক্টোবর খাজা টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। ১৪ তলা ভবনটির ১৩ তলায় লাগা আগুন নেভাতে বেগ পোহাতে হয় ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমান বাহিনীকে।
১৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসা সেই আগুনের ঘটনায় তিনজনের মৃত্যু হয়। ছাদ থেকে পাশের ভবনের ছাদে নামতে গিয়ে আহত হন অনেকে।
ভবনটিতে রয়েছে বড় কয়েকটি কোম্পানির ডেটা সেন্টার, যারা অনেকগুলো আইআইজি ও আইএসপি কোম্পানিকে সেবা দেয়। আইসিএক্স সেবার কোম্পানিও খাজা টাওয়ারে, যে কারণে বিভ্রাট হয় মোবাইল যোগাযোগে।
দেশের মোট ব্যান্ডউইথের অর্ধেকই যায় ওই ভবনের আইআইজিগুলোর মাধ্যমে। ফলে আগুন লাগার পর থেকে কয়েকদিন ইন্টারনেট সেবা বিঘ্নিত হয় সারা দেশে।
অপরদিকে ফায়ার সার্ভিস তখন জানায়, গুরুত্বপূর্ণ ওই ভবনটিতে ‘সামগ্রিক কোনো’ অগ্নি নির্বাপনের নিরাপত্তা পরিকল্পনা ছিল না।
পুরনো খবর-
খাজা টাওয়ার কত ‘বড়’, জানা গেল আগুন লাগার পর
খাজা টাওয়ারে আগুন: ‘সামগ্রিক ফায়ার সেইফটি প্ল্যান ছিল না’