হরতাল-অবরোধের মত কর্মসূচির মধ্যে ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের ব্যাপারে তথ্য দিলে পুরস্কারের ঘোষণা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরের এক বার্তায় বলা হয়, “অবরোধ-হরতালে পরিবহন বা স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের উপযুক্ত প্রমাণসহ ধরিয়ে দিলে অথবা সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।”
তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার হবে বলেও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।
সরকার পতনের ‘এক দফা’ দাবিতে গত ২৮ অক্টোবর নয়া পল্টনে সমাবেশ ডাকে বিএনপি। ওই দিন কাকরাইলে সংঘর্ষ ঘিরে সমাবেশ পণ্ড হয়ে যায়। পরদিন ডাক আসে হরতালের। বিভিন্ন স্থানে ভাঙচুর ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর দুই দফা অবরোধের পর আবারও অবরোধের কর্মসূচি দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী।
জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনায় সারা দেশে হরতাল-অবরোধের পুরনো চেহারা ফিরেছে। বিভিন্ন স্থানে বাসে আগুন ও ভাঙচুরের খবর আসছে।
এই পরিস্থিতিতে ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের ব্যাপারে তথ্য দিতে সোমবার সকলের প্রতি আহ্বান জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। তথ্যদাতাকে তিনিও ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।