আচরণবিধি লঙ্ঘন: তিন জেলার তিন আসনে ৬ মামলার নির্দেশ

লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী পবনের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে মঙ্গলবার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2024, 06:53 PM
Updated : 1 Jan 2024, 06:53 PM

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝিনাইদহ-১, পাবনা-৩ ও ফরিদপুর-১ আসনে ছয়টি মামলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

এর মধ্যে ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে মামলা করতে বলা হয়েছে। সোমবার রাতে ইসির উপসচিব (আইন) আব্দুছ সালাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসারের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের চড়িয়ারবীল বাজারে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে ছবি ভাঙচুর করেন এবং পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় মামলা করার সিদ্ধান্ত দিয়েছে কমিশন।

এছাড়া দুটি চিঠিতে আব্দুল হাইয়ের সমর্থক ফুলহরী ইউপির সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সদস্য জামিনুর রহমান বিপুল এবং শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান ইকু শিকদার ও উপজেলা যুবলীগ সভাপতি শামী হোসেন মোল্যার বিরুদ্ধে আলাদা মামলা করতে বলা হয়েছে।

পৃথক দুই চিঠিতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক জেলা ছাত্রলীগের সভাপতি মো. মিজানুর রহমান এবং পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. নুর ইসলাম মিন্টুর বিরুদ্ধেও মামলার সিদ্ধান্ত দিয়েছে ইসি। এক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে সংস্থাটি।

এছাড়া ফরিদপুর-১ আসনে নৌকার প্রার্থী আব্দুর রহমানের সমর্থক শরীফ সেলিমুজ্জামানের বিরুদ্ধে মামলা করার জন্যও বলা হয়েছে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাচন অফিসারকে এ বিষয়ে নির্দেশ দিয়েছে ইসি।

এদিকে ডিসি-এসপিকে বদলির হুমকি দেওয়ার অভিযোগে সোমবার লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পবনের শুনানি করেছে কমিশন।

মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ইসির উপসচিব আব্দুছ সালাম।

আরও পড়ুন

Also Read: ঝিনাইদহ-১: নৌকার আব্দুল হাইয়ের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা

Also Read: বাঁশখালীর এমপি মোস্তাফিজের বিরুদ্ধে মামলা করছে ইসি

Also Read: ডিসি-এসপিকে বদলির হুমকি, লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী পবনকে তলব