Published : 13 Oct 2023, 12:45 AM
দুই হাজার টাকা পাওনা নিয়ে কথা কাটাকাটির জেরে ঢাকার দক্ষিণখানে ‘ছুরিকাঘাতে’ এক যুবক খুন হয়েছেন।
বৃহস্পতিবার রাতে আজমপুরের বটতলা এলাকার এ ঘটনায় মোসাব্বির হোসেন চৌধুরী সিফাত (২৫) নামে ওই যুবক নিহত হন বলে জানিয়েছেন দক্ষিণ খান থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন গাজী।
নিহত সিফাত ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করতেন। তিনি বটতলার জালালউদ্দিন সরণির মো. মোতালেবের ছেলে।
তবে মারামারি ও খুনের এ ঘটনা কিশোর গ্রুপের নয় বলে দাবি পুলিশ পরির্দশক ইয়াসিনের।
ঘটনার বিষয়ে তিনি বলেন, নোমান নামে এক ব্যক্তির কাছে জাবেদ মৃধা দুই হাজার টাকা পেতেন। ঘটনাস্থলে নোমানের সঙ্গে দেখা হলে জাবেদ পাওনা টাকা চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হাতাহাতিতে গড়ায়। এসময় জাবেদের সঙ্গে থাকা তার বন্ধু মোসাব্বির পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলে তাকেও মারধর করেন নোমান।
পরে নোমান ফোন করে কয়েকজন বন্ধুকে ডেকে আনেন, যারা আবারও জাবেদ ও মুসাব্বিরের উপর হামলা চালান। ঘটনার এক পর্যায়ে মোসাব্বিরকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
তিনি জানান, গুরুতর আহত অবস্থায় মোসাব্বিরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা মৃত বলে জানান।
পরিদর্শক ইয়াসিন জানান, হামলাকারীদের সবার নাম জানা গেছে। নিহত যুবকের ডাক নাম সিফাত আর যারা ‘ছুরিকাঘাত’ করার সময় ছিলেন তাদের একজনও সিফাত। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।