সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে গত বুধবার রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি করা হয়।
Published : 21 Oct 2023, 04:21 PM
সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে কেবিনে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতিকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
গত বুধবার দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
বাসস জানিয়েছে, চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব বলেছেন, রাষ্ট্রপতি ভালো আছেন।
কার্ডিয়াক সার্জন অধ্যাপক অধ্যাপক কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে এক দিন ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রাখা হয়।
রাষ্ট্রপতি গত সোমবার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন। গত ১৬ অক্টোবর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।